Powered By Blogger

Monday, January 6, 2025

কবিতাঃ প্রশ্ন করলে বলি, নিপাত যাও!

হাতে কলম, কলমে কালি
মনের কোনে ওঠে জমে
বিদ্রোহের-ই মেঘ খালি
ঝরণা হয়ে আসে নেবে
ঘুম আসে না ভেবে ভেবে
বিপ্লব ঐ হাঁক দিয়ে যায়
চটজলদি তাই লিখে ফেলি--
'যুদ্ধটাকে চিতায় তোল
যুদ্ধটাকেই চিতায় দাও'
তোমার মেঘের মত আমারও মনে
জমে প্রশ্ন মনের কোণে,
পাল তোলে হাজার প্রশ্নের নাউ!
চিতার উপরে যুদ্ধটাকে
কে তুলবে আর কিভাবে তুলবে?
তাত্ত্বিক আমেজে ঢেকুর তুলে বলি,
প্রশ্ন করলে বলি, নিপাত যাও!

( লেখা ৭ই জানুয়ারী'২০১৫)

No comments:

Post a Comment