বলার ধরণ গড়ে দেয় তফাৎ
হ'লেই উনিশ-বিশ!
ব্যবহার জীবনের পানীয়
সুধামৃত করে দান
জীবন হ'লে অসহনীয়। ২০২১
"মানুষ আপন টাকা পর
যত পারিস মানুষ ধর"
কিন্তু বাস্তব সত্য হ'লো,
টাকা আপন মানুষ পর,
যত পারিস টাকা ধর!! ২০১৭
টাকা আপন মানুষ পর,
যত পারিস টাকা ধর!! ২০১৭
শ্রীশ্রীঠাকুরের এই বাণী
""মানুষ আপন টাকা পর
ঠিক তেমনি,
যত পারিস মানুষ ধর"
সৎসঙ্গীরা ক'জনাতে মানি?ঠিক তেমনি,
শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণের বাণী,
"টাকা মাটি, মাটি টাকা"
বুঝেছে কোন শিষ্য ব্যাটা?
বুঝেছে রাজনৈতিক নেতারা
আর ডেভোলপার, প্রমোটাররা।
তাই বাস্তব সত্য হ'লো,
টাকা আপন মানুষ পর,
যত পারিস টাকা ধর!! ২০২৪
টাকা আপন মানুষ পর,
যত পারিস টাকা ধর!! ২০২৪
যেমন সঙ্গ তেমন ভাব
যেমন ভাব তেমন লাভ।
সঙ্গ কেমন বোঝা যায়
দেখে হাবভাব।
একচক্ষু হরিণ হ'য়ে ভাবছো বসে
আমার ধর্ম, তোমার ধর্ম ক'রে
কাটিয়ে দেবে চিরটাকাল?
হিংস্র বাঘের মত অতর্কিতে
পড়বে ঝাঁপিয়ে নির্মম মহাকাল!
আমার ধর্ম তোমার ধর্ম
কত ধর্ম পৃথিবীতে!
ধর্ম কথার মর্ম কি তা'
জানে বন্ধু কোন জনেতে!?
প্রতিদিনই নতুন নতুন '
ধর্ম' জাগে এই দুনিয়ায়!
'ধর্ম' জালের বেড়াজালে
বেকুব মানুষ ছটফটায়!!
স্রষ্টা যখন আসেন নেবে স্বয়ং
সৃষ্টি মাঝে সৃষ্ট হ'য়ে
তাঁরই সাথে আসে নেবে
'ধর্ম' জেনো বৃষ্টি হ'য়ে। ২০১৭
যেমন ভাব তেমন লাভ।
সঙ্গ কেমন বোঝা যায়
দেখে হাবভাব।
একচক্ষু হরিণ হ'য়ে ভাবছো বসে
আমার ধর্ম, তোমার ধর্ম ক'রে
কাটিয়ে দেবে চিরটাকাল?
হিংস্র বাঘের মত অতর্কিতে
পড়বে ঝাঁপিয়ে নির্মম মহাকাল!
আমার ধর্ম তোমার ধর্ম
কত ধর্ম পৃথিবীতে!
ধর্ম কথার মর্ম কি তা'
জানে বন্ধু কোন জনেতে!?
প্রতিদিনই নতুন নতুন '
ধর্ম' জাগে এই দুনিয়ায়!
'ধর্ম' জালের বেড়াজালে
বেকুব মানুষ ছটফটায়!!
স্রষ্টা যখন আসেন নেবে স্বয়ং
সৃষ্টি মাঝে সৃষ্ট হ'য়ে
তাঁরই সাথে আসে নেবে
'ধর্ম' জেনো বৃষ্টি হ'য়ে। ২০১৭
ধর্ম্ম বেওসায়ী তুমি ব্যাওসা ক'রে খাও
আর ঈশ্বর পরমেশ্বরকে নিলামে চড়াও;
ক্যা বাত শালা! ক্যা বাত!!
মার হাতোড়া, মার লাথ!!!
কলি! বন্ধু, ঘোর কলি!!
বৃত্তি সেবায় মত্ত তুমি।
উৎস ভুলে মনের আনন্দে
খাচ্ছো তুমি কাঁঠাল পাতা;
যে কোনও মুহুর্তে ছাগল
তুমি হবে বলি, মনে রেখো এই কলি;
সাধু সাবধান!
বন্ধ হবে জীবন খাতা। ২০১৮
( লেখা ৭ই আগষ্ট, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২৪)
আর ঈশ্বর পরমেশ্বরকে নিলামে চড়াও;
ক্যা বাত শালা! ক্যা বাত!!
মার হাতোড়া, মার লাথ!!!
কলি! বন্ধু, ঘোর কলি!!
বৃত্তি সেবায় মত্ত তুমি।
উৎস ভুলে মনের আনন্দে
খাচ্ছো তুমি কাঁঠাল পাতা;
যে কোনও মুহুর্তে ছাগল
তুমি হবে বলি, মনে রেখো এই কলি;
সাধু সাবধান!
বন্ধ হবে জীবন খাতা। ২০১৮
( লেখা ৭ই আগষ্ট, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২৪)
No comments:
Post a Comment