রাত কেটে সকাল হলেই টিভি, রেডিও, কাগজ ও আমার চারপাশের ঘরে-বাইরের নানা অমানবিক বিকৃত ঘটনায় ভোরেই বিকেলের ফুলের মত অবস্থা হয় মনের! তখন ভাষা হারিয়ে যায়, হ'য়ে পড়ি বড় অসহায়। আবার সেই একই রাত্রি শেষে যখন ভোরের প্রথম আলো ফোটে, সেই আবছা আলো আঁধারের মাঝে যখন আকাশে নীল সাদা পেঁজা তুলোর মেঘ দূরে অনেক দূরে ভেসে ভেসে চলে যায় আর সেই নিভৃত নীরব আলো আঁধারের মহাশুন্যতার নীচে চারপাশের শশ্মান নিস্তব্ধতার মাঝে যখন আমি দাঁড়িয়ে থাকি একাকি, চোখে মুখে এসে ঠান্ডা নির্মল দখিনা বাতাস যখন তার কোমল হাত বুলিয়ে দেয় তখন এক গভীর প্রশান্তি অনুভব করি, আবেশে বুঝে আসে চোখ! চারপাশের গভীর রহস্যময় নিস্তব্ধতার মাঝে অপরুপ প্রকৃতি আমার সত্তাকে জানান দেয় ঈশ্বরের উপস্থিতি!!!!!!!!!! তখন ভাষা হারিয়ে সেইমূহুর্তে আমি হ'য়ে যায় মূক ও বধির!
মাঝে মাঝে যখন হারিয়ে যায় ভাষা তখন বড় কষ্ট হয়। তবে প্রকৃতির কাছে মুগ্ধ হ'য়ে ভাষা হারিয়ে গিয়ে কষ্ট হ'লেও একটা অবর্ণনীয় নির্মল সাতরঙা আনন্দ আছে। আছে তৃপ্তি, হয় তৃষ্ণার নিবৃত্তি!
কিন্তু মানুষের অমানবিক ঘটনায় যখন ভাষা হারিয়ে যায় তখন বুকের মধ্যে আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়, অগ্ন্যুৎপাত ঘটে। কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রাগ, ক্ষোভ-এর লাভা গলে গলে পড়ে, বয়ে যায় বুকের ভিতরে অন্তসলিলার মত। তখন বড় কষ্ট হয়, মনে হয় জীবন থেকে মুক্তি পেলে বড় ভালো হয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!
মন বলে, কোথায় পাবে খুঁজে জীবন? দৈববাণীর মত কে যেন বলে ওঠে, ফিরে চল মন নিজ নিকেতন! কোথায় সেই নিকেতন??????------প্রবি।
( লেখা ২০শে আগষ্ট'২০১৪ )
No comments:
Post a Comment