Powered By Blogger

Saturday, August 24, 2024

বিচিত্রা ২৭

শাবাশ! প্রাক্তন আইনমন্ত্রী কাপিল শিবাল, শাবাশ!! তিন তালাকের পক্ষের আইনজীবী কি পেশার গোলাম? মানবতার চেয়েও পেশার স্থান ঊর্ধ্বে?


মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সময় থেকে তিন তালাক বিধান ইসলাম ধর্মের অংশ হয়ে আছে। মহানবী কি পুরুষদের পক্ষে একতরফা বিধান দিয়েছিলেন?

"মহানবী হজরত মহম্মদ (সা)-এর সময় থেকে এই বিধান ইসলাম ধর্মের অঙ্গ হ'য়ে আছে।"---আদালতে ল' বোর্ড। মহানবী কি পুরুষদের পক্ষেই এই বিধান দিয়েছিলেন?

তিন তালাক কি হজরত মহম্মদের বিধান? পুরুষদের পক্ষে তিনি এই বিধান দিয়েছিলেন? কোরাণে কি এই কথা লেখা আছে?

"বিবাহ কর কিন্তু তালাক দিও না, কারণ উহাতে আরশ কম্পিত হয়।" ছগির।
"বৈধ হওয়া সত্ত্বেও যাহা আল্লার নিকট অত্যন্ত অপ্রিয়, তাহা তালাক।"
আঃ দায়ুদ।
"In a saying of the Holy Prophet, divorce is called the most hateful to Allah of all things allowed." Moulvi Mahammad.
"তালাকের চেয়ে বড় পাপ আর কিছু নেই।" হজরত মহম্মদ।

'তিন তালাক ভারতে নিষিদ্ধ' সুপ্রিম কোর্টের এই রায়ে সুপ্রিম ফাদারের আনন্দাশ্রুতে সিক্ত আশীর্বাদ বর্ষিত হচ্ছে বিচারকদের মাথায়।
রাত গভীর ঘুম আসে না চোখে। মন বলে, এসো প্রভু থাকো মোর বুকে আর সবাইকে রাখো তুমি সুখে। প্রার্থনা এই যেন কেউ না রয় দুঃখে।
আফগানিস্তানের অমানবিক ঘটনা প্রমাণ করবে ভারত বিশ্বের শ্রেষ্ঠতম মানবিক দেশ! আর্য ভারত আবার প্রতিষ্ঠিত হবে এবং গোটা বিশ্বকে একদিন পথ দেখাবে যে বন্দুকের নল নয় প্রেম ভালোবাসায় ভরা হৃদয়-ই বেঁচে থাকার ও বেড়ে ওঠার উৎস। শুধু সময়ের অপেক্ষা বন্ধু।
আফগানিস্তানের ঘটনার জেরে ভারত আজ একা? কেউ পাশে নেই?

বিশ্বের বিগ ব্রাদাররা আজ 'আমার গায়ে আচ না লাগে ফুরিয়ে যাবে মামলা' দর্শনে চুপ!?
আফগানিস্তানে কে মরলো, কে বাঁচলো ভার মে যায় তত্ত্বে বিশ্বাসী!?

একবিংশ শতাব্দীর সভ্যতা সংস্কৃতি এত নিষ্ঠুর, এত অমানবিক!?

মধ্যযুগীয় বর্বরতা অসভ্যতা অপসংস্কৃতি কি এর থেকেও ভয়াবহ অমানবিক ছিল!?
গনতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীন মত প্রকাশের মাধ্যমে ক্ষমতা লাভ কি অসভ্যতা অপসংস্কৃতির নিদর্শন!

কোন পৃথিবীতে বাস করছি!? সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ সৃষ্টিকর্তার কাছেই আফগানিস্তানের অন্যায় অমানবিক কাজের জন্য সাহায্য প্রার্থনা করছে!!!

ঈশ্বর, আল্লা, গড ব'লে কি সত্যিই কিছু আছে!? যদি থেকে থাকে তবে সত্যের জয় হবেই। ভারত দাঁড়িয়ে আছে সেই সত্যের ওপর! আজ নয়তো কাল গোটা বিশ্বকে গ্রাস ক'রে নেবে এই সত্য! হে ভারত! ওয়েট এন্ড সি!!

সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্রুত নিজেকে যেন মানিয়ে নিয়ে চলতে পারি সেই চলার শক্তি দাও দয়াল। পরিবর্তিত সময়ের সময় তুমি আমার সঙ্গে থেকো দয়াল।

মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে? তা কি শুনতে পাও?
মিলনের সঙ্গীত। এসো সৎসঙ্গী কান পেতে শোনো ঐ সঙ্গীত আর মিলিত হও। প্রবি।
( লেখা ২৪শে আগষ্ট'২০২৪)





No comments:

Post a Comment