প্রশ্নঃ বাঙালি চিনবে কি দিয়ে?
উত্তরঃ তার খিল্লি চরিত্র দিয়ে।
প্রশ্নঃ বাঙ্গালী কাকে বলে?
উত্তরঃ যে আংলিতে এক্সপার্ট।
প্রশ্নঃ বাঙ্গালীর রকম কি?
উত্তরঃ বেশরম।
প্রশ্নঃ বাঙ্গালীর স্বভাব কেমন?
উত্তরঃ চুলকুনি স্বভাব।
প্রশ্নঃ বাঙালীর কিসে সুখ?
উত্তরঃ বিকৃত করিয়া মুখ মানুষের পিছনে চুলকাইতে বড় সুখ।
প্রশ্নঃ বাঙ্গালীর কিসে আরাম?
উত্তরঃ হারাম বিষয়ে আরাম।
প্রশ্নঃ বাঙালীর মান কিসে রক্ষা হয়?
উত্তরঃ অন্যকে নীচা দেখিয়ে আর অপমান করে।
প্রশ্নঃ বাঙালি বাঁচে কিসে?
উত্তরঃ পরনিন্দা ও পরচর্চায়।
প্রশ্নঃ বাঙালীর বেড়ে ওঠার ভিত্তি কি?
উত্তরঃ অকৃতজ্ঞতা আর বেইমানী।
প্রশ্নঃ বাঙালিকে কেন কাঙালি বলে?
উত্তরঃ তার হ্যাংলামির কারণে।
প্রশ্নঃ বাঙালীর বাঙালীত্ব কিসে?
উত্তরঃ উপরিউক্ত বিষয়ে।
কাউকে নিয়ে মজা করার, কাউকে নীচা দেখাবার, পিছন দিয়ে লাল, নীল, সাদা সুতো বের করার একটা সীমা আছে। খিল্লিকে হাতিয়ার ক'রে কি ক'রে খিল্লির বিরোধিতার নামে চরম উদোম খিল্লি করতে হয় আর সেগুলিকে দক্ষতার সঙ্গে বাজারি ক'রে তুলতে হয় সে সম্পর্কে বাঙালীরাই পৃথিবীর মধ্যে যে এক্সপার্ট এবং এ বিষয়ে সেরা জাত সেটা বাঙ্গালী চিরকাল প্রমাণ দিয়ে এসেছে। এটাই বাঙ্গালিদের প্রধান চরিত্র। শ্রীশ্রীঠাকুরকে নিয়ে নানারকম অশ্লীল পোষ্টও তার প্রমাণ দিয়ে বাঙালীর মান রক্ষা করেছে। আবার ব্যতিক্রমী বাঙালীও আছে বলে আজও সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিমদিকে অস্ত যায়। তবে সেদিন সমাগত যেদিন বাঙালীর সুর্য চিরতরে অস্ত যাবে আর তার রুপরেখাও তৈরী ক'রে চলেছে নীরবে নিভৃতে বিধাতা। তবে কোনওকিছু শেষ না হ'লে নতুন ক'রে শুরু হয় না, হয় না নতুনের উত্থান। তবে হ'ক শালা শেষ। বাঁদরের দাঁত খিঁচানি খেয়ে মরার চেয়ে পুরুষোত্তম শ্রীশ্রীরামের বাণে মরাই ভালো।------প্রবি। ( লেখা ২৫শে আগষ্ট'২০১৮)
No comments:
Post a Comment