"আস-সালামু ʿআলাইকুম" মানে যতদূর জানি "আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।"
আর প্রতি উত্তরে বলা হয়
"ওয়া ʿআলাইকুমু স-সালাম" অর্থাৎ "আপনাদের উপরও শান্তি বর্ষিত হ'ক।"
প্রতিউত্তরে পুরো কথাটা হ'লো,
"ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি।
"ওয়া-আলাইকুমুস সালাম "---কথাটার মানে বলা হয়েছে আগে।
এখন শুধু "ওয়া-রহমাতুল্লাহি" মানে দাঁড়ালো "আল্লাহর দয়া বর্ষিত হোক।"
তাহ'লে পুরো কথাটা "ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি"-র মানে দাঁড়ালো "আপনাদের উপরও শান্তি বর্ষিত হ'ক এবং আল্লাহর দয়া বর্ষিত হোক।"
আমি একজন হিন্দু হ'য়ে এটা জানি। এটা কি ভুল জানি। তাহ'লে "তোমার উপর গজব বর্ষিত হ'ক" মানে কি দাঁড়ালো? গজব মানে তো যতদূর জানি শাস্তি।
"আপনাদের উপরও শান্তি বর্ষিত হ'ক" কথার উত্তরে আপনার ওপর আল্লাহর গজব (শাস্তি) বর্ষিত হ'ক!?
এ কি শিক্ষা? এ কথা কোথায় আছে? কোরাণে বা হাদিসে কোথায় আছে? একজন মুসলিম মহিলা একজন মুসলিম মহিলার প্রশ্নের উত্তরে এরকম ভুল শিক্ষা দিচ্ছে? আবার নিজেই বলছেন, "ওয়া-আলাইকুমু"-এর পরে আর একটা শব্দ আছে ওটা আমি নিজেও পারি না, ওটা কঠিন, ওটার অর্থ হ'লো আপনার ওপর গজব বর্ষিত হ'ক।"
যাই হ'ক আমি জানি না আমি ঠিক না ভুল।
তাহ'লে কি ভুল প্রচার হচ্ছে? না জেনে? নাকি ইচ্ছে ক'রে?
এইভাবেই সৃষ্টি হয় পারস্পরিক ভুল বোঝাবুঝি ও ধর্মীয় বিদ্ধেষ, উন্মাদনা।
আমার মুসলিম ভাইয়েরা এর উত্তর দিলে খুশী হবো।
( লেখা ৭ই আগষ্ট' ২০২৩)
No comments:
Post a Comment