এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
যে বয়স শোনে না কারও নিষেধ, আবেগে দুর্নিবার!
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
যে বয়স অন্যের কথায় ওঠে, অন্যের কথায় বসে
বোধ, বুদ্ধি, জ্ঞান, শিক্ষা, চেতনা, যুক্তিহীন জীবনে
আর বিপদে পড়ে বারবার। আবেগ ভালো, কিন্তু
আবেগে ভেসে যাওয়া নয় ভালো, সরলতা ভালো,
নয় ভালো বেকুবি, এসব কথা লাগে না ভালো যার,
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
কচি মাথা খায় চিবিয়ে আর পরিবর্তনের নামে
পাকা মাথার দাবার বোড়ে হয় আঠারো অনিবার।
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
তেজ ভালো একথা বোঝে না যারা, ক্রোধ বন্ধু যার
এমন আঠারো বছর বয়স আমার কি দরকার?
তেজ জ্বালে আলো, দূর করে অন্ধকার, এ কথা
বোঝে না যারা করে ক্রোধকে সাথী, আনে সংহার,
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
বৃত্তি-প্রবৃত্তির বৃত্তে ঘুরে মরা, আদর্শহীন জীবন যার,
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
আামার ইচ্ছেটা একান্তই আমারই, শুনবো না কারও মানা,
স্বাধীন ইচ্ছের ডানা মেলে আমি অনন্ত নীল আকাশের
বুকে উড়বোই, অনিশ্চিতের বুকে দেবো হানা
এমনই উদ্ধত জীবন যার!
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
আদর্শ লাগে না ভালো, লাগে ভালো কথা চমকদার
চটকান কথার চাটনি লাগে ভালো, লাগে ভালো যার
বেড়ালের পোঁদে ফুঁ দিয়ে বানানো বাঘের হুঙ্কার!
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
সবজান্তা মনোভাব আর উচ্চে অবজ্ঞা, অশ্রদ্ধা যার
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
সাহস ভালো, নয় ভালো দুঃসাহস একথা বোঝালেও
বোঝে না যে, চায় না বুঝতে যে, সাহস আর স্পর্ধাকে
মনে করে বাহাদুরি, আদর্শের প্রতি মাথা নত নয় যার
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
পাথর ভাঙতে লাগে ছেনি হাতুরী, বাহুতে লাগে জোর
অহংকারি আমি বোঝে না পদাঘাতে ভাঙে না সে পাথর
আহাম্মকি মস্তিষ্ক রাখে না এ খবর যার
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পরমপুরুষের এ বাণীর
মূল অর্থ বোঝে না যে বয়স নিজেকে মনে ক'রে মহাজ্ঞানী
মৃত্যুর মুখে দেয় ঝাঁপ, ভয়, কাঁদাকে মনে করে মহাপাপ
মহামূর্খ নেতার পায়ে মাথা নোয়াতে হয় না লজ্জা যার
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
রক্তের মূল্য, প্রাণের মূল্য বোঝে না যে বয়স,
যত্রতত্র করে অকাতরে দান, সে দান কি হয় পূণ্য?
থাকে তার মান? অর্থহীন যন্ত্রণা আর মন্ত্রণায় ক্ষতবিক্ষত
উদ্দাম ভয়ংকর বয়স বছর আঠারো যার
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
ভুলের ফাঁদে জড়ায় লাগামছাড়া আঠারো দুর্জয় দুর্বার
কাঁদে যন্ত্রনায়, ফাঁকতালে নেপোয় মারে দই বারবার
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
যার ধন তার নয়, নেপোয় মারে দই,
এ চেতনা আঠারোর কই? বোঝে কি আঠেরোরা?
একাশিরা গাছে তুলে দিয়ে কেড়ে নেয় মই?
এটাই যদি হয় আঠারোর ভুল, আর হয় অঙ্গীকার
একবার নয়, দু'বার নয়, বারবার
এরকম আঠারো বছর বয়স আমার কি দরকার?
তবুও আঠেরোর করি জয়ধ্বনি
এ বয়স ভুল করে, করে মহাভুল রাতদিন
উপেক্ষা ক'রে শয়তানের হাতছানি
ভাবি আসবে ফিরে একদিন, বুঝবে যেদিন
আদর্শ ছাড়া জীবন ভুলে ভরা সবখানি।
শবরীর মত অপেক্ষায় আমি থাকি সারা দিনরাত্রি
একদিন আঠেরোর বুকে আসবে নেবে ভোর
কেটে যাবে কালরাত্রি, মিথ্যে অলীক মায়ায়
ফাঁসবে না জীবন, ভুয়ো আন্দোলনের ফাঁদে
পড়বে না পা আর, নেপোয় মারে দই-রা আর
পারবে না চাটতে মাথা, আঠারো নয় বিব্রত আর
আছে সর্বশ্রেষ্ঠ আদর্শ মাথার ওপর, উন্নতি অবাধ তার
এরকম আঠারো বছর বয়স দেশের দরকার।
ফিরে আসুক নতুন রূপে আঠারোরা আমার।
( লেখা ৬ই আগষ্ট'২৪)
No comments:
Post a Comment