আমার প্রাণের ঠাকুর তুমি আমায় তোমার মনের মতো ক'রে গড়ে নাও।
দয়াল, ঠাকুর তুমি আমার হাতটি ধরো, তোমার চরণে আমায় দাও ঠাঁই।
দয়াল, তুমি ছাড়া আমি কিছু জানি না, দয়াল তুমি ছাড়া আমি কিছু বুঝি না।
দয়াল, তুমি ছাড়া আর কিছু নেই, নেই কেউ।
দয়াল তুমি সত্য, বাকী সব মিথ্যা, ফেউ।
দয়াল, ঠাকুর তুমি আমার হাতটি ধরো, তোমার চরণে আমায় দাও ঠাঁই।
দয়াল, তুমি ছাড়া আমি কিছু জানি না, দয়াল তুমি ছাড়া আমি কিছু বুঝি না।
দয়াল, তুমি ছাড়া আর কিছু নেই, নেই কেউ।
দয়াল তুমি সত্য, বাকী সব মিথ্যা, ফেউ।
দয়াল, আজ যা কিছু আছে আমার সব তোমার দয়ায়,
বাঁধা পড়ে আছি আমি তাদের মায়ায়।
দয়াল, সংসার ভুলে যত তোমার কাছে ছুটে যেতে চাই
সংসার যেন অক্টোপাশ আমায় আষ্টেপৃষ্টে জড়ায়।
দয়াল ঠাকুর, তুমি আমায় রক্ষা করো, রক্ষা করো আমায়, তুমি ছাড়া আমার আর কেউ নাই।
অজুহাতকে আশ্রয় ক'রে কথার স্রোতে ভেসে ফাঁকিবাজি ভক্তিকে আড়াল করা যেতে পারে কিন্তু সত্যকে নয়।
ঠাকুরের কথার ভুল ব্যাখ্যা ক'রে নিজের ফাঁকিবাজি ভক্তিকে আড়াল করা যেতে পারে কিন্তু সত্যকে নয়।
ঠাকুর আমি কিছুই চাই না, শুধুই তোমাকে চাই, কারণ তুমি আমার আয়ের উপকরণ তাই।
দয়াল, অর্থ-মান-যশ-আত্মপ্রতিষ্ঠা কিছুই চাই না, শুধু তোমার প্রচারের জন্য চাই সমাজসেবার প্রচার।
নিজের অন্যায়, নিজের দোষ, ত্রুটিকে লালনপালন করি, যত্ন করি, অক্সিজেন যোগাই আর বলি, দয়াল! মুক্ত করো।
মনেতে কপটতা, চাতুরী লুকিয়ে রাখি আর সযত্নে চাষ করি আর মুখে রাতদিন বলি, দয়াল! দয়াল!! আমাকে দয়া করো।
আমি অন্ধকারের যাত্রী, আমায় আলোর দৃষ্টি দাও। আমি তোমার মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও।
No comments:
Post a Comment