ভাই বলো, বন্ধু বলো,
প্রিয় আর প্রিয়া বলো
সুখের দিনের বন্ধু;
সুখ ফুরোলেই থাকবে না আর সাথে!!
আদর্শ নেই জীবনে যার
সে আবার বন্ধু কার!?
বন্ধু দিবসে তাই জানাই ধিক্কার।
বন্ধু! আদর্শ আছে অনুসরণ নাই;
আদর্শ থাকা আর না থাকা
সমান তাই।
আদর্শ বন্ধু হওয়া সহজ নয় ভাই।
বন্ধু হওয়া নয়কো সহজ কথা ভাই;
দু'দিন মিশলেই কিন্তু জেনো
বন্ধু হওয়া যায় না তাই।
প্রিয় আর প্রিয়া বলো
সুখের দিনের বন্ধু;
সুখ ফুরোলেই থাকবে না আর সাথে!!
আদর্শ নেই জীবনে যার
সে আবার বন্ধু কার!?
বন্ধু দিবসে তাই জানাই ধিক্কার।
বন্ধু! আদর্শ আছে অনুসরণ নাই;
আদর্শ থাকা আর না থাকা
সমান তাই।
আদর্শ বন্ধু হওয়া সহজ নয় ভাই।
বন্ধু হওয়া নয়কো সহজ কথা ভাই;
দু'দিন মিশলেই কিন্তু জেনো
বন্ধু হওয়া যায় না তাই।
( লেখা ৭ই আগষ্ট, ২০২৪)
No comments:
Post a Comment