Powered By Blogger

Monday, August 19, 2024

শ্রদ্ধাঞ্জলি।

শ্রদ্ধাঞ্জলি তোমায়, তোমার কবিতায়। তুমি আমার প্রণাম নিও।

শেখো, যে মানুষ লড়াই-এ নেতৃত্ব দিচ্ছো।
শেখো, যে মানুষ লড়াই-এর ময়দানে আছো।
শেখো, বাচ্চা থেকে বুড়ো যে যেখানে আছো।
শেখো, যদি শিখতেই হয়, সবার কথা শুনতে হয়,
বই পড়াতে করতে নেই বাছ বিচার,
করতে নেই অবজ্ঞা, উপহাস ক'রে সময় অপচয়।
শেখো, শিক্ষক হ'য়ে নয়, ছাত্রের মতন
বইয়ের মধ্যে আছে যত গুপ্তধন।
শেখো, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই
পাইলেও পাইতে পারো অমূল্য রতন।---প্রবি।
May be an image of 1 person and text that says 'htps/ww.facbobo.ocococoda ১লা মার্চ ১৯৪৪ ራ আগস্ট ২০২৪ শেখো, যে মানুষ আশ্রমে আছো শেখো, যে মানুষ জেলখানায় আছো শেখো ঘরের বৌ, যে রান্নাঘরে আছো শেখো বয়স যার যাট বিদ্যালয়ে খোঁজো, যারা ঘর ছাড়া তীক্ু কর উপহাস, যারা ভয়ে ভীত স্ষুধার্ত মানুষ হাতে নাও বই, এটাই হাতিয়ার তোমার নেতৃত্ব নিতে হবে তোমাকেই। I বুদ্ধদেব ভট্টাচার্য (বেরটেন্টি র্রেপ্ট কবিতার এক অংশ) ጠጣረጋይ 1'

No comments:

Post a Comment