Powered By Blogger

Thursday, August 15, 2024

বিচিত্রা ২৩

ধর্ম্ম কোন পথে? 
চলন হারা চরণ পূজা
আর
প্রণাম, প্রণামী, প্রসাদ সাথে!
ফুল, বেলপাতা, ধুপ, চন্দনে ভরা 
ঠাকুরঘরে ভাবের ঘুঘু হ'য়ে ব'সে
না ক'রে পাওয়ার পথে।
মন্দির, মসজিদ আর গির্জার 
চার দেওয়ালের মাঝে 
আর সাজা সাধুর সাজে!
মুখে মারিতং জগৎ আর
কর্মে মারিতং ফাঁকিঃ
এই দুইয়ের মাঝে রেখে জীবন 
ফাঁকিতে বাগাতে মাল ধর্ম্ম পথে হাঁটি!
সরলসিধা মূর্খ বেকুব ধর্ম্মভীরুর মাথে 
ঈশ্বরপ্রেমের কাঁঠাল ভাঙে 
চতুর ধান্ধাবাজি ধর্ম্ম বেওয়াসির হাতে!
( লেখা ১৫ই আগষ্ট' ২০১৮)





No comments:

Post a Comment