Powered By Blogger

Friday, August 23, 2024

বিচিত্রা ২৬

তিন তালাক প্রশ্নে ৭০ বছর পর ভারতের ঘুম ভাঙ্গলো!?
যাক "কোনোদিন বা কখনও না হওয়ার চেয়ে দেরীতে হওয়াও ভালো।"
মুসলিম নাগরিকরা কি ভারতের সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী? মুসলিম পার্সোনাল ল' বোর্ড কি মুসলিমদের অভিভাবক?
মুসলিমরা কি বলে?
ভারতের সংবিধানকে সমস্ত সম্প্রদায়কে সম্মান করতে হবে।

তিন তালাকের পক্ষে মুসলিম পার্সোনাল ল' বোর্ডের পেশ করা প্রস্তাব সুপ্রিম কোর্টে খারিজ। সুপ্রিম কোর্ট আক্ষরিক অর্থেই সুপ্রিম।
" তিন তালাক প্রশ্নে কোরান নির্দেশিত বিধানকে নিষিদ্ধ করার অধিকার দেশের সর্বোচ্চ আদালতের নেই।" মুসলিম নেতা। সীমাহীন ঔদ্ধত্বের পরিচয়?
"তালাক ঈশ্বরের বুক কাঁপিয়ে দেয়, তাঁর সিংহাসন টলে ওঠে।" কোরান।
"তিন তালাক প্রশ্নে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কোনও অধিকার নেই।"
সিদ্দিকুল্লা চৌধুরী। একে কি বলবো? সাহস না দুঃসাহস?
বাংলাদেশে বাংলাদেশ জন্মের সময় থেকে তিন তালাক নিষিদ্ধ। আর ভারতে ৭০ বছর পর নিষিদ্ধ হ'লো তিন তালাক!!!!!!
কথায় আছে,
হাতি চলে বাজার মে কুত্তা ভোঁকে হাজার!
সাধুও কো দুর্ভাবন নেহি, যব ঘিরে সংসার!!
ঠিক তেমনি,
সৎসঙ্গ তেজ দওরে দুনিয়ামে দেখতে রহে লোগ লাখো ক্ররোর ইয়ার!
সৎসঙ্গীও কো চিন্তন নেহি যব বিরোধ মে খাড়া হো যায় বাজারী হাজার!---
বন্দুকের নলই ক্ষমতা দখলের উৎস?
নাকি
গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমই ক্ষমতা দখলের উৎস?
সরকার পরিবর্তনের জন্য কি প্রয়োজন?
গুলি, বোমা, হত্যা, ধর্ষণ, নারকীয় অত্যাচার!?
নাকি গনতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ?
যখন শান্তিপূর্ণ জনজীবন আতংকগ্রস্ত হ'য়ে পড়ে, বিপর্যস্ত ও নৃশংস অত্যাচার নেবে আসে জনজীবনে, নারী, শিশু, বৃদ্ধ যখন অসহায় হ'য়ে পড়ে অকাল মৃত্যুর ভয়ে তখন বিশ্বের অভিভাবকবৃন্দ
অর্থাৎ তাবড়-তাবড় শক্তিশালী রাষ্টের নেতৃবৃন্দ বিন্দাস তাত্ত্বিক আমেজে আলোচনায় মগ্ন!!!!!!
জীবন জুড়ে দুশ্চিন্তা, উদ্বেগ, টেনশন মানে পরমপিতার প্রতি বিশ্বাস, নির্ভরতা নেই আর থাকলেও তা কম। আসুন প্রার্থনা করি, হে দয়াল! দয়া করো তোমার প্রতি যেন সমর্পিত প্রাণ হ'তে পারি।
দয়ালকে ভালোবাসি তাই শত্রুমিত্র সবাইকে ভালোবাসি। মিত্রকে ভালোবাসি শত্রুকে ভালোবাসি না মানে দয়ালকে ভালোবাসি না।
( লেখা ২৩শে আগষ্ট ২০১৭/২০২১/২২)

No comments:

Post a Comment