যারা এই সুন্দর পৃথিবীর বিষাইছে বায়ু,
কমাইছে ক্ষণস্থায়ী জীবনের আয়ু!
তাদের জানি ক্ষমা নাই,
তাদের প্রতি দয়াল হও তুমি ভয়াল!
শয়তান ঠাকুরের রূপ ধ'রে যদি সামনে এসে দাঁড়ায় তার রূপ ও হাসি ঠাকুরের চেয়েও সুন্দর ও মিষ্টি হয়ে ধরা দেয় আমার কাছে। কেন?
বাংলাদেশ ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির নেতারা ঘোষণা করলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হ'লো। ফ্যাসিস্ট কি? একটু বলবেন কেউ?
ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ কি একটু বুঝিয়ে দেবেন আমার ফেসবুক বন্ধুরা, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন? একটু আলোচনা হ'তে পারে কি?
মাছি মানুষের বেশীক্ষণ মধু খেতে ভালো লাগে না, তাই তারা একটু গু খেতে চায়। তারপর সেই গু পায়ে লাগিয়ে আবার মধুতে এসে বসে, ফলে-
সত্য দেখতে, শুনতে, পড়তে ও মানতে চাই না, চাই না মুখোমুখি হ'তে, সহ্য করতে পারি না কিন্তু সত্য বলি, মানে সংহার আনি, আমি ভন্ড।
গালাগালি খিস্তি বাঙালীদের পরম সম্পদ সেটা আবার প্রমাণ হ'লো বাংলাদেশের আন্দোলনে।
এ বাংলা আর ও বাংলায় একটা কমন জিনিস চোখে পড়লো শিক্ষিত ছাত্র সমাজের আন্দোলনে, তা হ'লো নারীদের অন্তর্বাস নিয়ে আন্দোলন।
যাদবপুরে দেখেছি, ওপার বাংলায়ও দেখলাম, তা হ'লো শিক্ষিত ছাত্র সমাজের ব্রা নিয়ে আন্দোলন। কিন্তু এ নিয়ে নারী পুরুষ সবাই চুপ।
দুই বাংলার ছাত্র আন্দোলনের নদীর ঢেউয়ে নারীদের অন্তর্বাস ছাত্রদের হাতিয়ার। বুদ্ধিজীবী, ছাত্র ও মায়েরা কিছু বলবেন কি?
যাদবপুরের ছাত্র আন্দোলনে ছিল ব্রা আর জাঙ্গিয়া পড়া ছাত্রের অংশগ্রহণ আজও দেখলাম বাংলাদেশে ছাত্রদের হাতে ব্রা। ছাত্রীরা নীরব!
দুই বাংলার সংস্কৃতি এক। এপারেও ছাত্র আন্দোলনে ব্রা, ওপারেও ছাত্রের হাতে ব্রা। দু'পারের একই শ্লোগান খেলা হবে, খেলা হবে।
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী "যার ধন তার ধন নয়, নেপোয় মারে দই" প্রবাদের জ্বলন্ত সাক্ষী।
বাংলাদেশে মুসলমানরাই কি শুধু বাঙালী? হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ ইত্যাদি অন্য ধর্মের জনগণ কি বাঙালী না!? নোতুন সরকার কি বলে?
দেশকে গড়ে তোলার আগে নিজেকে গড়ে তুলি, দেশ আপনে আপ গড়ে উঠবে।
দেশেকে রক্ষা করার আগে নিজেকে, নিজের ঘরকে রক্ষা করার তুক শিখি আসুন।
তথাকথিত ভালো লোক দিয়ে আার উচ্চ লেখাপড়া জানাওয়ালা লোক দিয়ে দেশ গড়া ও রক্ষা করা যায় না।
বাংলাদেশের ছাত্র আন্দোলন প্রমান ক'রে দিল, যে কোন আন্দোলনে শিক্ষিত লোকের প্রয়োজন। লেখাপড়া জানাওয়ালা লোক নয়।
বাংলাদেশের ছাত্র আন্দোলন প্রমান ক'রে দিল লেখাপড়া ডানাওয়ালা লোক দিয়ে ধ্বংস হয়, সৃষ্টি করতে শিক্ষিত লোকের প্রয়োজন।
আমার দেশের মেধা সাপ্লাইকারী শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী, উচচ মেধাবী ছাত্র ছাত্রীরা বাংলাদেশের ধ্বংস যজ্ঞ নিয়ে কিছু বলবেন?
নিজের দেশের ছাত্র সমাজের হাতে যখন দেশ ধ্বংস হয়, লুন্ঠিত হয় তখন বাইরের শত্রুর দরকার পড়ে না দেশ আক্রমণের।
ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে দেশ নেতৃত্ব চোখের জলে অনুতপ্ত হৃদয়ে যদি দেশ শাসনের শপথ না নেয় সেই ধ্বংসের Tradition সমানে চলবে।
বাংলা তথা ভারতের ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র আন্দোলন ও তার পরিণতি থেকে কিছু শিক্ষা পেল?
সৎসঙ্গী ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র আন্দোলন সম্পর্কে জানো তো? নাকি 'আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা' মানসিকতায় মগ্ন?
আজ বাংলাদেশে হিন্দু ঐক্যের ডাক মনে পড়িয়ে দেয় সেই 'সোনার কাঠি, রুপোর কাঠি'-র গল্প। মনে পড়ে এই গল্প হিন্দু ভাইবোনেরা আমার?
আগে জানতাম নিকম্মা অলস ব্যক্তিও অন্তত 'পি পু ফি শু' হ'লেও বলতো। এখন লেখাপড়া জানাওয়ালাদের 'পিপুফিশু' বলতেও ভয়ংকর আলস্য।
সৎসঙ্গীদের প্রোফাইলে কেন বাংলাদেশের হিন্দুদের অবস্থা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের অকারণ সমালোচনার পোষ্ট স্থান পায়?
আমরা সৎসঙ্গীরা যেন মনে রাখি সৎসঙ্গ অস্তিত্বের পক্ষে, অস্তিত্ব রক্ষার পক্ষে কথা বলে, সৎসঙ্গ কারো বিরোধী না।
সৎসঙ্গী গুরুভাইবোনেরা আমার, সৎসঙ্গ কোনও বাদের পক্ষে কথা বলে না। সৎসঙ্গ জীবনবাদ, অস্তিত্ববাদের পক্ষে কথা বলে।
লজিক্যাল আর্গুমেন্ট সবসময় গ্রহণীয়। যে কথায় লজিক নেই সে কথা বর্জনীয়।
সনাতনীরা আগে পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে গালাগালি করা বন্ধ করুন। তারপর মানববন্ধন করুন।
সনাতনীরা ভুলে যাবেন না যুগ পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে অপমান অশ্রদ্ধা ক'রে ঐক্যের ডাক দেওয়া বৃথা। সবটাই মিথ্যা।
সনাতনী কারা আগে এটা ঠিক হ'ক তারপর মানব বন্ধন ও ঐক্য গড়ে তোলার ডাক দেওয়া হ'ক।
No comments:
Post a Comment