Powered By Blogger

Thursday, August 15, 2024

প্রবন্ধঃ আইন সবজান্তা!?

"নারী হ'তে জন্মে জাতি থাকলে জাত তবেই জাতি---।"
"নারী হ'তে জন্মে জাতি বৃদ্ধি লভে সমষ্টিতে---।"-------শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।

আইন সবজান্তা!? সব জেনে বসে আছে!? আইনকেও মাথায় রাখতে হবে আইনেরও আইন আছে যে? আইনেরও মনে রাখতে সে যদি সব বুঝে যেত তাহলে দেশের প্রাচীন শাস্ত্রগ্রন্থ, বেদ, পুরান, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি ইত্যাদির কোনও প্রয়োজন হ'ত না! বিচারকদের মাথায় রাখতে হবে তাদের মাথার ওপরে বসে রয়েছে সর্বশ্রেষ্ঠ বিচারক সৃষ্টিকর্তা ঈশ্বর! তাঁদের কোনও রকম সিদ্ধান্তে সমাজ-সভ্যতা-দেশ যেন ঘায়েল না হয়, সৃষ্টিকর্তার সৃষ্ট বস্তুর গাণিতিক নিয়ম যেন উল্লঙ্ঘন না হয়! বিচারকদেরও মাথায় রাখতে হবে তাদেরও বিচারে ভুল হ'তে পারে! তারা তা সে যত বড় আর যতই সুপ্রিমকোর্টের বিচারক হ'ক না কেন তিনি বা তিনারা সুপ্রীম ফাদার নন! তাঁরও অপূর্ণতা আছে! তিনিও একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বাঁধা! তাঁর দৃষ্টি বাঁধা! সবটা দেখতে তিনি পান না! তাই কোনও প্রাচীন প্রথা, সংস্কার, নিয়ম ভাঙার আগে যেন হাজারবার ভাবেন! ভাঙা তাঁর কাজ নয়, তাঁর কাজ গড়া! প্রাচীন আর নবীনের মধ্যে অর্থপূর্ণ বিজ্ঞানগতভাবে সমন্বয় সাধন করা। প্রাচীন প্রথার অন্তরালে যে জীবনীয় সম্পদ লুকিয়ে আছে, কালের কালিমায় যা কালিমালিপ্ত হয়েছে তাকে আবার ধুয়ে মুছে দিনের আলোয় উদ্ভাসিত ক'রে তুলে আবার বাঁচা-বাড়ার পথে চালিত করার মধ্যে দিয়ে সভ্যতার বিজয় রথকে এগিয়ে নিয়ে যাওয়ায় বিচারকের প্রকৃত বিচার!


তাই বলি, ইতিহাস যেন একবার স্মরণ করেন আইনজ্ঞ ও বিচারকেরা! শম্বুক বর্ণাশ্রম প্রথা ভেঙে সব একাকার ক'রে দিচ্ছিল তাই নররূপী জীবন্ত ঈশ্বর প্রভু রামকে তাকে হত্যা করতে হ'য়েছিল।


এ প্রসঙ্গে The greatest phenomenon of the world SriSriThakur Anukul Chandra বলেছিলেন, "যারা বিজ্ঞানসম্মত বর্ণাশ্রমধর্ম্মকে বিপর্য্যস্ত করবার উদ্দেশ্যে generous pose (উদারতার ভঙ্গী) নিয়ে inferior (অসমর্থ)-দের ক্ষেপিয়ে তোলে, তারা সমাজের মহাশত্রু। শ্রীরামচন্দ্র শম্বুকের প্রতি অতো কঠোর হয়েছিলেন---কারণ, শম্বুকের movement (আন্দোলন)-টা ছিল বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে একটা passionate raid (প্রবৃত্তি প্ররোচিত অভিযান) ছাড়া আর কিছুই নয়।"


তাই জাত আর জাতি নিয়ে প্রশ্নের সিদ্ধান্তে এত সহজেই বিচারক যেন নিজেকে সর্বশক্তিমান, সবজান্তা, সর্বজ্ঞ ও শেষ ব্যক্তি ভেবে না বসেন!?


সামনে হাজারো লাখো মানুষের ভিড়ে স্বয়ং পরমাত্মা উপস্থিত আছেন আমাদেরই জন্য!
খুঁজে নাও তাঁকে! করো আলিঙ্গন!!
( লেখা ১৫ই আগষ্ট/২০)



No comments:

Post a Comment