যোগে করো ফেল!
বিয়োগে আছে একাকীত্ব, নিঃসঙ্গতা বন্ধু!
যোগে দেখায় খেল!!
জগন্নাথ-ই জীবননাথ,
জীবননাথ-ই শ্রীরাম!
শ্রীরাম আসেন বারেবারে বন্ধু!
জীবননাথ বিনা জগন্নাথে নেই আরাম!!
সারাটা জীবন একসঙ্গে কাটাতে হবে
এটা নাকি ভীষণ চাপ!!
দাম্পত্য জীবনের শুরুতেই জনপ্রতিনিধি
নুসরতের একি মনোভাব!!!
হে বীর! উন্নত তব শির!
উদ্যত তব কৃপাণ!
যদি ইয়েস ম্যান আর
না'হয় তোমার মতের ফ্যান,
করো তারে ভ্যানিস চিরতরে
জাতের নামে ক'রে বজ্জাতির সুরা পান!!
( লেখা ৪ই জুলাই, ২০১৭)
রাত পোহালেই দিন আর
দিন শেষ হলেই রাত।
পায়ে পায়ে ভাই চলছে জগৎ!
জগত ফুটবল! ফুটবল জগত!
মার লাথ! মার লাথ!!
কেয়াবাত! কেয়াবাত!!
( লেখা ৪ই জুলাই, ২০১৯)
মার লাথ! মার লাথ!!
কেয়াবাত! কেয়াবাত!!
( লেখা ৪ই জুলাই, ২০১৯)
No comments:
Post a Comment