Powered By Blogger

Wednesday, July 30, 2025

উপলব্ধিঃ শ্রাবণ মাস ও মহাশিব!

শ্রাবণ মাস। এই মাস নাকি মহেশ্বর শিবের জন্মমাস। তাই শিবের ভক্তরা সবাই এই মাসে বাবার মাথায় জল ঢালতে যায়। আবার সমুদ্র মন্থনে উঠে আসা বিষে নাকি সারা শরীর নীল হ'য়ে গেছিল তাই শরীরের সেই ভয়ঙ্কর জ্বালা জুড়োনোর জন্য নাকি জল ঢালা হয়! আবার দেখা যায় জল ঢালা হয় শিবলিঙ্গের মাথায়! কেন!? তারও ব্যাখ্যা আছে।

যাই হ'ক, এই যে বলা হ'য়ে থাকে শিবের সারা শরীর নীল হ'য়ে গেছিল! তা কে বললো!? যদি সারা শরীর নীল হ'য়ে গিয়ে থাকে তা হ'লে তাকে নীলকন্ঠ বলবে কেন!? বলা উচিত নীলশরীর! তাই না!? নীলকন্ঠ নামের পিছনে তো কারণ আছে! সারা শরীর নীল অথচ বলা হচ্ছে নাকি কন্ঠ নীল! তা' কেমন ক'রে হয়!? এমনি এমনি তো নাম হয় না, তাও আবার ঈশ্বরের!!!

আর বিজ্ঞান কি বলে? সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, শরীরের প্রতিটি পার্টসে বিষ ছড়িয়ে গেলে কেউ বেঁচে থাকতে পারে!? তাও আবার সমুদ্র মন্থনের মত ভয়ংকর বিষ! যে বিষের ছিটেফোঁটা মন্থনের সময় ছড়িয়ে পড়েছিল সৃষ্টির বুকে আর ছড়িয়ে পড়েছিল ব'লে এই সৃষ্টির বুকে যে সমস্ত জীব ঐ ছিটেফোঁটা বিষ পান করেছিল তারাই এত 
ভয়ঙ্কর বিষধর তাহ'লে সারা শরীরে ওই মহাবিষের ভয়ঙ্কর তীব্রতা নিয়ে কেউ বেঁচে থাকতে পারে!? তাহ'লে আসল রহস্য কোথায়!?
সময় এসেছে আবেগে ভেসে না গিয়ে আর বিজ্ঞানের দৃষ্টিতে এই রূপকের আড়ালে লুকিয়ে থাকা হাজারো মহাসত্য অনুসন্ধানের!!!!!!!!!

( লেখা ৩০শে জুলাই' ২০১০)

No comments:

Post a Comment