Powered By Blogger

Friday, July 11, 2025

বিচিত্রা ১৬৬

Believe it always that someone always watching you from high. Don't be afraid from anything. Keep farm belief in the core of heart that You are spring of might.
( Witten on 11i julai'2012)

ঈশ্বর ছাড়া কেউ আপন নয়; সবই স্বার্থের বন্ধন। 
ঈশ্বর জীবনে হ'লে প্রথম ও প্রধান
স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা সবাই হয় সবার আপন।

বীজমন্ত্র জ'পে জ'পে হ'লি নাকি মহাভক্ত!
সাজা সাধু হ'য়ে ঘুরে মলি অন্তরেতে মহাশক্ত!!

বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিস্ময় ঠাকুরকে ধ'রেও আজ রয়ে গেলাম ভেসে চলা আম আদমি! বেকুব আর ধান্ধাবাজ ভক্তকুলের ফাঁদে ঠাকুর আজ বন্দী!

জ্ঞানের অহংকার জ্ঞানীকে ঈশ্বরের কাছে আসতে দেয় না। তাই ঈশ্বরও গাঁয়ে মানে না আপনি মোড়ল হ'য়ে জ্ঞানীর কাছে ধরা দেয় না।

অহংকারী আর আধা জ্ঞান জ্ঞানীর জীবন্ত ঈশ্বরের কাছে আসার পথে বাধা। আম আদমী কুসংস্কার আর কুলুঙ্গিতে তুলে রাখা লাল শালুতে মোড়া আর সিঁদুরে মাখা দেবদেবীতে বাঁধা।

ঈশ্বর যে বারবার আসেন মানুষের রূপ ধ'রে মানুষের মাঝে তা' ঈশ্বর বিশ্বাসীরাই করে না বিশ্বাস! অবিশ্বাসী আর শয়তানের চেয়েও এঁদের বিষাক্ত আর গরম নিঃশ্বাস!!

ঈশ্বরের কাজে বাধা সৃষ্টি করেছে বা করছে কে বা কারা!?
তথাকথিত ঈশ্বর বিশ্বাসী যে বা যারা!!

হৃদয়ে নেই প্রেম ভালোবাসা আছে ভরা হৃদয় কপটতার বিষে; 
এই নিয়ে প্রেমময়ের কাছে আসা জীবন তাই ভরা থাকে তবু ক্লেশে।

যে সময় চলে যায় তা আসেনা আর ফিরে
যা করার এখনই করো নতুবা
নতুন সময়ে হাজারো সমস্যা নেবে ঘিরে।
( লেখা ১১ই জুলাই'২০১৮)

অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন বন্ধু !
আলোর বৃত্তে এসো!
হাতে হাত রেখে চলো মহাসিন্ধুর পারে যাই ; 
সেথায় মন খুলে হাসো!!
( লেখা ১১ই জুলাই'২০১৯)

অধ্যয়ন আর অধ্যাপনা দু'টো আলাদা বিষয়, 
আলাদা অধ্যায়। দু'টো একসঙ্গে চলে না।

অধ্যায়ন ছাড়া অধ্যাপনা, কানা তৈরী করে আরও কানা।
( লেখা ১১ই জুলাই' ২০২৪)






























































































































  



No comments:

Post a Comment