বর্তমান সময়ঃ
সর্বদা মিথ্যা ব'লো আর
সংহার এনো প্রতিপদে।
সংহার এনো প্রতিপদে।
হাসো, কিন্তু বিদ্রুপে;
কাঁদো কিন্তু আসক্তিতে, ভালোবাসায় বা প্রেমে নয়।
অনুতাপ ক'রো না,
করতে যেও না।অনুতাপ করা বা অনুতপ্ত হওয়া
ওসব বোকা ও দুর্বল লোকের কাজ।
যা করছো বা ক'রে রেখেছো
বেশ করেছো, করবেই তো।তুমি স্বাধীন, স্বাধীনতা তোমার অধিকার।
মহাত্মাদের নিয়ে খিল্লি করা
সর্বশ্রেষ্ঠ মহান শিল্প!
প্রতিষ্ঠিতরাই সেই মহান শিল্পের পথপ্রদর্শক।
দুর্বিনীত হও আর বিনয়কে কখনো প্রশ্রয় দিও না;
প্রতিষ্ঠিতরাই সেই মহান শিল্পের পথপ্রদর্শক।
সম্মান জানানোর নেই এর চেয়ে শ্রেষ্ঠ বিকল্প।
করো অনুসরণ বুকে নিয়ে দৃঢ় বিকল্প।
সংযত হইয়ো না,
আর সাহসী নয় দুঃসাহসী হও।দুর্বিনীত হও আর বিনয়কে কখনো প্রশ্রয় দিও না;
সবল হৃদয়ে প্রত্যাখ্যান ক'রো।
কিন্তু গোঁড়া হ'য়ে গোঁড়ামি ক'রো।
কারণ নিষ্ঠা বিষ্ঠা।
সাধু হ'তে যেও না, না খেয়ে মরবে;
সাধু হ'তে যেও না, না খেয়ে মরবে;
সাজা সাধু হও আর মানুষকে ঠকাও;
ফুলে ফেঁপে উঠবে, সিদ্ধকাম হবে।
ইশ্বরের পূজা করো,
সাথে ভন্ডামীর অস্ত্র ধরোআর কপটতা তোমার অলঙ্কার হ'ক;
সফলতা তোমার পদচুম্বন করবে।
অযোগ্য, অদক্ষ ও অশিক্ষিতকে করো
ভারতীয় কৃষ্টির ধারক ও বাহক।
তুলে দাও হাতে বিচারের মানদন্ড।
করো তারে ঈশ্বরের বার্তা প্রচারের প্রতিভু।
সময় অনুযায়ী চলো, সময় অনুযায়ী করো, বলো
কলি যুগে এ টিকে থাকার শ্রেষ্ঠ বিধান
পরিশেষে যাই-ই হ'ক, এখন তো বাঁচো;
ভেবে চলো।
( লেখা ২৬শে জুলাই'২০১৮)
কলি যুগে এ টিকে থাকার শ্রেষ্ঠ বিধান
পরিশেষে যাই-ই হ'ক, এখন তো বাঁচো;
ভেবে চলো।
( লেখা ২৬শে জুলাই'২০১৮)
বিবেক শর্মা পরিচালিত সিনেমা 'ভুতনাথ' দেখেছিলাম।
সেদিন গল্পের মূল বিষয় চোখে জল এনেছিল, লুকিয়ে কেঁদেছিলাম।
আজ একাত্মা হ'লাম।
আজ একাত্মা হ'লাম।
( লেখা ২৬শে জুলাই'২০২১)
No comments:
Post a Comment