বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত 'বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা' সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস বলেন, "পৃথিবীর সর্ব্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানেও হাজির। আমরা আসামী।--------যুদ্ধবিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার ও অপব্যবহার আমাদের সামনে নানারকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু যে চ্যালেঞ্জ আমরা এখনও অনেকেই উপলব্ধি করতে পারছি না সেটা হ'লো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা যারা এখানে বসবাস করি তাদের প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে যে চলা, সেটা না ক'রে উল্টো দিকে চলি। দোষটা প্রকৃতির না, দোষটা হ'লো প্রকৃতির বিধ্বংসী এক জীব, যার নাম হ'লো মানুষ।"
এছাড়া প্লাস্টিকের ব্যবহারে যে সংকট সৃষ্টি হয়েছে সেই ব্যাপারেও তিনি সতর্ক করেছেন। প্লাস্টিক সংকট এমন একটা জায়গায় পৌঁছেছে যে, তিনি বললেন,
"প্লাস্টিকের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা আমাদের অসহায়ত্ব দেখে খিলখিল ক'রে হাসে, আমাদের উদ্যোগের অভাব দেখে।"
তিনি আরও বললেন,
"আমরা দিবস উদযাপন ক'রে ফিরে যাবো, যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করবো, এ একটা সামান্য জিনিস, এ আর এমন কি ক্ষতি করতে পারে আমাদের? আমরা যদি আমাদের লাইফ স্টাইল পরিবর্তন না করি, এ যুদ্ধে সামগ্রিক ভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই।"
ডাঃ মহম্মদ ইউনুসের বক্তব্য শুনতে শুনতে ভাবছিলাম, তিনি বললেন, "পৃথিবীর সর্ব্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানেও হাজির। আমরা আসামী'। আর এই সর্বনাশের জন্য তিনি কারণ হিসেবে 'যুদ্ধবিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার ও অপব্যবহার'-এর কথা তুলে ধরেছেন। ফলে প্রকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ও ক'রে চলেছে। প্রকৃতির এই বিধ্বংসী রূপ ধারণের জন্যে তিনি মানুষকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, মানুষ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলছে না। প্রকৃতির এই বিধ্বংসী রূপের জন্য প্লাস্টিক ব্যবহার অন্যতম দায়ী। এর জন্যে মানুষের লাইফ স্টাইল দায়ী এবং মানুষকে লাইফ স্টাইল পাল্টাতে হবে। নতুবা পরাজয় অবধারিত এবং এর থেকে মুক্তি অসম্ভব।
আমি এই বিষয়ে বিশ্ববিখ্যাত গুণী মানুষ শান্তিতে নোবেল পুরস্কারে পুরস্কৃত, বিশ্বজুড়ে ১৪৫টা পুরস্কারে পুরস্কৃত, ৪৮টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী পাওয়া, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে গঠনমূলক কাজের জন্য আমন্ত্রিত অতিথি হ'য়ে বক্তৃতা দিতে যাওয়া মহান ব্যক্তিত্বের অধিকারী ড মহম্মদ ইউনুস পৃথিবীর সর্বনাশের কথা তুলে ধ'রে উপস্থিত অতিথিদের সাবধান ক'রে দিয়ে যে স্পষ্ট বার্তা দিলেন বিশ্ববাসীকে তার জন্য তাঁকে আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানায়। পৃথিবীর ভয়ংকর কঠিন সর্বনাশের সময়ে তাঁর এই মানবিক মুখের জন্য আমি কৃতজ্ঞ। যথাসময়ে তিনি মানবিক হওয়ার আবেদন করেছেন মানুষের লাইফ স্টাইল পাল্টানোর আবেদনের মধ্যে দিয়ে।
আসুন এই ব্যাপারে আমরা একটু আলোচনা করি। পরবর্তী ২য় পর্বে আমি এই বিষয়ে বিশদে আলোচনা করবো।
No comments:
Post a Comment