রিপুতাড়িত বৃত্তি-প্রবৃত্তিতে উত্তপ্ত শরীর-মন-হৃদয়
তোমারি পদতলে তোমার ছায়ায় শান্ত স্নিগ্ধ এই ধরাতল।
প্রখর রিপুর সেই রৌদ্রের ছোঁয়ায় তপ্ত উতপ্ত আমি,
তোমার ঐ ছায়ার আঁচলে আমিও হ'তে চাই শীতল ।
তোমার আঁখি হ'তে ঝরে অবিরল প্রেমধারা,
সিক্ত হ'লো আমার শুষ্ক পরাণ, বহে আনন্দধারা!
হে দয়াময়! হে প্রেমময়!!
চাই শান্ত স্নিগ্ধ হ'তে, চায় বরাভয় সত্ত্বা আমার,
তোমার সঙ্গ পরম সঙ্গ, জীবাত্মা সাথে পরমাত্মার।
No comments:
Post a Comment