Powered By Blogger

Tuesday, June 24, 2025

বিচিত্রাঃ ১৬০

গতি হারা ক্লান্ত এক পথিক জানে না সে কি হয়েছে,
একাকী ঘুরে বেড়ায় পথে পথে।

অন্যের লেখা নিজের ব'লে পোষ্ট করা 
আর কা'কে মানায় জানি না তবে জানি 
সৎসঙ্গীদের মানায় না।

অন্যের লেখা নিজের ব'লে পোষ্ট করা 
আর কা'কে মানায় জানি না 
তবে জানি সৎসঙ্গীদের মানায় না।

দয়ালের দয়ায় সবার ভিতরেই শক্তি আছে, 
সেই শক্তি কাজে লাগিয়ে সৎসঙ্গীরা নিজে কিছু সৃষ্টি করুন, 
দয়াল খুশি হবেন।

দয়ালের দয়ায় সবার ভিতরেই শক্তি আছে, 
সেই শক্তি কাজে লাগিয়ে সৎসঙ্গীরা নিজে কিছু সৃষ্টি করুন, 
দয়াল খুশি হবেন।

দয়ালের দয়ায় সবার ভিতরেই শক্তি আছে, 
সেই শক্তি কাজে লাগিয়ে সৎসঙ্গীরা নিজে কিছু সৃষ্টি করুন, 
দয়াল খুশি হবেন।

সৎসঙ্গীরা অন্যের সৃষ্টিকে স্বীকৃতি দাও, 
নিজের ভেতরে ঘুমিয়ে থাকা মহাশক্তিকে জাগাও, 
দাউদহনের সৃষ্টি করো দয়ালের নামে।
( লেখা ২৪শে জুন'২০২৪)

































No comments:

Post a Comment