দয়ালকে ভালোবাসো।
যা ভালো লাগে তাই নিয়ে থাকো,
তাই ভালোবাসো। তাই ভালোবাসো।
বলেছিলেম দয়ালকে ভালোবাসতে
সব ভুলে গিয়ে শুধু রাধা ব'লে
শুধু রাধা ব'লে, রাধা রাধা ব'লে।
ভালোবাসতে ব'লে করেছি অপরাধ
সেই অপরাধে পেয়েছি আঘাত
পেয়েছি আঘাত, নিয়েছি অপবাদ।
বলবো নাগো আর কোনোদিন
দয়ালকে ভালোবাসো।
যা ভালো লাগে তাই নিয়ে থাকো,
তাই ভালোবাসো। তাই ভালোবাসো।
তাই ভালোবাসো। তাই ভালোবাসো।
বলেছিলেম দয়ালকে প্রাণভরে ডাকতে
সব ছেড়ে শুধু রাধাস্বামী ব'লেরাধাস্বামী ব'লে, রাধাস্বামী ব'লে।
বলবো না তোমায় দয়ালকে ভালোবাসো
রাধা ব'লে ডাকো, আর কোনোদিনও
আর কোনোদিনও, আর কোনোদিনও।
রাধা ব'লে ডাকো, আর কোনোদিনও
আর কোনোদিনও, আর কোনোদিনও।
বলবো নাগো আর কোনোদিন
দয়ালকে ভালোবাসো।
( লেখা ২৪শে জুন' ২০২৪)
No comments:
Post a Comment