Powered By Blogger

Monday, June 23, 2025

গানঃ বলবো না গো আর কোনোদিন

বলবো নাগো আর কোনোদিন
দয়ালকে ভালোবাসো।
যা ভালো লাগে তাই নিয়ে থাকো,
তাই ভালোবাসো। তাই ভালোবাসো।২

বলেছিলেম দয়ালকে ভালোবাসতে
সব ভুলে গিয়ে শুধু রাধা ব'লে
শুধু রাধা ব'লে, রাধা রাধা ব'লে।
বলবো নাগো আর কোনোদিন
দয়ালকে ভালোবাসো।

ভালোবাসতে ব'লে করেছি অপরাধ
সেই অপরাধে পেয়েছি আঘাত
পেয়েছি আঘাত, নিয়েছি অপবাদ।
বলবো নাগো আর কোনোদিন
দয়ালকে ভালোবাসো।
  
বলবো নাগো আর কোনোদিন
দয়ালকে ভালোবাসো।
যা ভালো লাগে তাই নিয়ে থাকো,
তাই ভালোবাসো। তাই ভালোবাসো।২
বলবো নাগো আর কোনোদিন
দয়ালকে ভালোবাসো।

বলেছিলেম দয়ালকে প্রাণভরে ডাকতে
সব ছেড়ে শুধু রাধাস্বামী ব'লে
রাধাস্বামী ব'লে, রাধাস্বামী ব'লে।
বলবো নাগো আর কোনোদিন
দয়ালকে ভালোবাসো।

বলবো না তোমায় দয়ালকে ভালোবাসো
রাধা ব'লে ডাকো, আর কোনোদিনও
আর কোনোদিনও, আর কোনোদিনও।
বলবো নাগো আর কোনোদিন
দয়ালকে ভালোবাসো।
 ( লেখা ২৪শে জুন' ২০২৪)

No comments:

Post a Comment