এ যে পরম আধার, এ নাম প্রাণ ভরে গাও।
তোমরা এ নাম প্রাণ ভ'রে গাও।
তোমরা রাধাস্বামী গাও, তোমরা রাধাস্বামী গাও।
নামের নিশান মাথায় নিয়ে গাইবো পরাণ ভ'রে
ছুটবে যে ঐ নামের তরী দেশে দেশান্তরে।
নামেরই এমন গতি কাটে যে মহাভীতি
নামের হালা পান ক'রে ভাই মাতাল হ'য়ে যাও।
তোমরা রাধাস্বামী গাও, তোমরা রাধাস্বামী গাও।
এ যে পরম আধার, এ নাম প্রাণ ভরে গাও।
তোমরা এ নাম প্রাণ ভ'রে গাও।
তোমরা রাধাস্বামী গাও, তোমরা রাধাস্বামী গাও।
রাধা নামের ধারায় ভেসে যাবো দয়াল ধামে
দয়াল আমার আছেন সেথায় মাতবো তাঁর প্রেমে।
নামেরই প্রবল টানে যাবো ভেসে তাঁর নাম গানে
নামের বাদাম তুলে সবাই পাগল হ'য়ে যাও।
তোমরা রাধাস্বামী গাও, তোমরা রাধাস্বামী গাও।
এ যে পরম আধার, এ নাম প্রাণ ভরে গাও।
তোমরা এ নাম প্রাণ ভ'রে গাও।
তোমরা রাধাস্বামী গাও, তোমরা রাধাস্বামী গাও।
রাধা রাধা ব' লে সবাই দয়াল সাথে গাইবো
দয়াল আমার জীবনস্বামী তাঁর প্রেমেতেই ডুববো।
দয়াল আমার নামের নামী, দয়ালই রাধাস্বামী
রাধাস্বামী নামের ভেলায় সবাই চড়ে যাও।
তোমরা রাধাস্বামী গাও, তোমরা রাধাস্বামী গাও।
এ যে পরম আধার, এ নাম প্রাণ ভরে গাও।
তোমরা এ নাম প্রাণ ভ'রে গাও।
তোমরা রাধাস্বামী গাও, তোমরা রাধাস্বামী গাও।
( লেখা ২৪শে জুন' ২০২৪)
No comments:
Post a Comment