আর তুমি রাত কানা !
ভাইগুরু!
দয়াল ব'লে দিচ্ছো হাঁক
ভাইগুরু!
দয়াল ব'লে দিচ্ছো হাঁক
আর করছো টালবাহানা !!
কপটতা আর চাতুরীর প্রতি রেখে নিষ্ঠা!
ভাইগুরু ইষ্টপ্রতিষ্ঠার আড়ালে করছো আত্মপ্রতিষ্ঠা!!বাবাইদাদার নামে মিথ্যা প্রচারে করতে চাও বাজীমাৎ!?
গাঁয়ে মানে আপনি মোড়ল জেনো হবেই কুপোকাত।
আত্মপ্রতিষ্ঠায় মত্ত তুমি, তুমি বেসামাল।
ইষ্টকে নিয়েছ ক'রে আয়ের উপকরণ আর
ইষ্টপ্রতিষ্ঠার নামে করতে চাও তুমি কামাল!?
দয়ালের দয়ায় আজ ভিখিরি থেকে হয়েছো রাজা!
রাজা হয়েই বলছো দয়ালের নামে দয়ালের ব্যান্ড বাজা!?
বাহবাঃ! ভাইগুরু বাহবাঃ!!
রাজা হয়েই বলছো দয়ালের নামে দয়ালের ব্যান্ড বাজা!?
বাহবাঃ! ভাইগুরু বাহবাঃ!!
( লেখা ১১ই জুন'২০১৭)
No comments:
Post a Comment