Powered By Blogger

Tuesday, June 24, 2025

কবিতাঃ পথ চলা।

এখনই এত অসহিষ্ণুতা? এখনই এত বিরক্ত?
এখনই হাঁপিয়ে গেলে? এখনই এত রিক্ত!?
সবে তো শুরু, সবে তো সকাল।
শুরুতেই শেষের বাঁশি কেন? সকালেই বিকাল?
সকালেই বিকেলের ফুল হ'য়ে প'ড়ো না ঝ'ড়ে।
অসহিষ্ণুতা পছন্দ? পছন্দ বিরক্তি?
বন্ধু, সব নষ্ট ক'রো না বিরক্তিকে সাথী ক'রে।
সবে যে পথ চলা শুরু, শেষ বহু বহু বহু দূর!
এ পথ চলা সে পথ চলা নয়। হেঁটে যেতে হবে
ক্লান্তিহীন শ্রান্তিহীন মাথায় নিয়ে ভয়ংকর রোদ্দুর।
এ পথ চলা তো এক জন্মের পথ চলা নয়।
এ সংগ্রাম তো সে সংগ্রাম নয়।
এ লড়াই, এ আন্দোলন সে লড়াই, আন্দোলন নয়।
আবেগে ভেসে গিয়ে লম্ফ দিয়ে ঝম্প মেরে
সমাজ কো বদল ডালোর সস্তা আহ্বানে
কপটতা, হিংসা, লোভ, লালসাকে সাথী ক'রে
বৃত্তি প্রবৃত্তির চুলকানিতে উসকে গিয়ে
কাউকে হত্যার আন্দোলন এ নয়।
এখানে আদর্শের কচকচানির বিলাসিতার
নেই কোনও স্থান, নেই কোনও আশ্রয়।
ক্ষমতা দখলের, রাতারাতি বদলের স্বপ্ন দেখার
সাধনা এ নয় বন্ধু, এ সাধনা সে সাধনা নয় গো।
শর্টকাটে পথ চলে সস্তা চমকে ভর্তুকি দিয়ে
ছলে বলে কৌশলে জাল ফেলে মানুষ ধ'রে
দু'দিনের মিথ্যে অসার ক্ষমতার জন্য নয়
মিথ্যে সাজে সেজে সাধুর বেশে এই পথ চলা।
মানুষকে বাঁচাবার পথে, জীবনবাদের পথে,
অস্তিত্ব রক্ষার পথে, বাঁচা বাড়ার পথে
ঈশ্বরের সাথে ঈশ্বরের হাতে হাত রেখে
তাঁরই ইচ্ছায় তাঁরই মনোমত হ'য়ে তাঁরই চলনে
চ'লে তাঁরই রঙে নিজেকে রাঙিয়ে নিয়ে
পবিত্র আত্মার হ'য়ে অধিকারী জন্ম জন্মান্তরের
আলোময়, রূপময়, মধুময়, রসময় এই পথ চলা।
বন্ধু, এটা মনে রেখো কিন্তু।
( লেখা ২৪শে জুন'২০২৪)

No comments:

Post a Comment