Powered By Blogger

Monday, June 23, 2025

বিচিত্রা ১৫৯

সৎসঙ্গে সাদা ধুতি পাঞ্জাবি পড়ে এলেই কি সৎসঙ্গী হওয়া যায়?

শ্রীশ্রীঠাকুরের সঙ্গে যারা বেইমানী করেছে 
তাঁরা কি সব সাদা ধুতি পাঞ্জাবি পরা পরম ভক্ত ছিল না?

সাদা ধুতি পাঞ্জাবি পরা চেহারাটার আড়ালে মনটা সাদা তো?

ধর্ম ও রাজনীতি জগতে সাদা পোশাক পরা 
বিশিষ্ট ব্যক্তিত্বদের ভূমিকা কি?

সৎসঙ্গী গুরুভাইবোন, সাধু না সাজার কথা কে বলেছেন? 
সাধু না সেজে সাধু হওয়ার চেষ্টা করতে কে বলেছেন?

সৎসঙ্গী গুরুভাইবোন,
সন্ন্যাসী সেজে মিছামিছি বহুরূপী না হ'য়ে 
মনের সন্ন্যাস হওয়ার কথা কে বলেছেন?
( লেখা ১৯শে'জুন ২০২৪)




















































No comments:

Post a Comment