Powered By Blogger

Wednesday, June 25, 2025

বিচিত্রা ১৬১

'সমাজ ব্যবস্থা দায়ী'
এই দোহাই দিয়ে যারা নিজের জীবনের অব্যবস্থার দায় এড়িয়ে যায় তারাই সমাজ অব্যবস্থার জন্য প্রকৃত দায়ী।

'সমাজকো বদল ডালো'
ব'লে যারা আওয়াজ তোলে তারা আগে নিজের জীবনকে আমূল বদলে ফেলুক তারপর আওয়াজ তুলুক।

সমাজ পরিবর্তনের যারা ডাক দেয় তারা নিজেদের বৃত্তি প্রবৃত্তিতে ডুবে থাকা জীবনের পরিবর্তন আগে আনুক, তারপর সমাজ পরিবর্তন।

সমাজ পচে গেছে'
যারা বলে তারা হয় জানে না নতুবা নিজেদের লুকিয়ে রাখে। সমাজ পচে যায়নি পচে গেছি আমি, তার দুর্গন্ধ বেরোচ্ছে।

আমাকে নিয়ে সমাজ,
আমাকে বাদ দিয়ে সমাজ নয়, সমাজ ব'লে আলাদা কিছুই নেই। তাই সমাজ দূষিত হ'লে দেখতে হয় আমি দূষিত কিনা।

যে সমাজের দিকে আঙ্গুল তোলে তার নিজের দিকে আঙ্গুল তোলা উচিৎ। কেননা সমাজের দিকে আঙ্গুল তুললে বাকী চারটে নিজের দিকে থাকে।

যে বলে সে সাধু যুধিষ্ঠির, সমাজটাই নষ্ট হ'য়ে গেছে। সে যেন মনে রাখে, ধর্মপুত্র যুধিষ্ঠিরও জুয়া খেলেছিল, দ্রৌপদিকে বাজি ধরেছিল।

সমাজ Abstruct, বিমূর্ত। আমি মূর্ত, জীবন্ত। আমি সত্য। আমায় বাদ দিয়ে সমাজ মিথ্যা। তাই লড়াই যা কিছু আমার বিরুদ্ধে আমার।

গোড়া কেটে আগায় জল দেওয়া যেমন বেকুবি ঠিক তেমনি নিজেকে বাদ দিয়ে সমাজকে দোষী করা বেয়াকুবি বা জ্ঞানহীন, বোকার কাজ।

কাউকে বদলাতে যেও না, সমাজকে তো নয়ই, নিজেকে বদলাও। নিজের স্বভাব, ব্যবহার, শিক্ষা, চরিত্র বদলাও, নতুবা জাহান্নামে যাও।

দুর্যোধন ঘর ও সমাজের শত্রু, বিভিষণ নয়, বিভিষণ ঘর বন্ধু। ঘরে ঘরে বিভিষণের মত ভাই হ'লে ঘর, সমাজ, দেশ, পৃথিবী সব শুধরে যাবে।
সমাজ মানে আমি আর আমি মানেই সমাজ।
আমার জীবন জুড়ে ঝুল আর আমি গেছি সমাজের ঝুল ঝাড়তে! 
এই তো আমি সমাজ সংস্কারক!!
( লেখা ২৬শে জুন' ২০২৫)


















No comments:

Post a Comment