Powered By Blogger

Wednesday, July 2, 2025

উপলব্ধিঃ শ্রীশ্রীঠাকুরের কথা ও সৎসঙ্গীদের বালখিল্য ঘাই।

শ্রীশ্রীঠাকুরের সব অভূতপূর্ব কথা অর্থাৎ পূর্বে কখনও যা বলা হয় নাই এমন সব আশ্চর্য অভাবনীয় কথা! সারা বিশ্বের যারা পন্ডিত, বিদগ্ধ জ্ঞানী তারাই হজম করতে পারছে না এই সমস্ত আশ্চর্য অভাবনীয় অভূতপূর্ব কথা আর সাধারণ সৎসঙ্গী ও সাধারণ মানুষের কথা না-হয় ছেড়েই দিলাম। সৎসঙ্গীদের আজ গম্ভীরভাবে শ্রীশ্রীঠাকুরকে বোঝার সময় এসেছে। অভূতপূর্ব এইজন্য বললাম যে জীব ও জগতকে রক্ষা করার জন্য জীব ও জগতের সমস্ত বিষয়ে এমন সূক্ষ্মাতিসূক্ষ্ম আশ্চর্য অকল্পনীয় ও অভাবনীয় পরিপূর্ণ সমাধান দিয়ে গেছেন শ্রীশ্রীঠাকুর যা পৃথিবীর কারও পক্ষে সে যত বড় পন্ডিত, যত বড় জ্ঞানী আর যত বড় বিদ্ধান হ'ন না কেন তাঁদের কারও পক্ষেও বোঝা সম্ভব নয়।
তাই হার্ট স্পেশালিস্ট ডঃ জে সি গুপ্ত পাবনায় একবার শ্রীশ্রীঠাকুরকে দেখতে এসে বলেছিলেন,
"আপনার পরিবেশ আপনার মর্যাদা বুঝতে পারবে না।
YOU ARE MUCH IN ADVANCE OF YOUR TIME"
যার বাংলা করলে দাঁড়ায়
"আপনি আপনার সময়ের বহু পূর্বে এসেছেন।"
আজ যা প্রমাণিত।
অথচ সৎসঙ্গীরা তাদের প্রোফাইলে এবং নানা পেজে শ্রীশ্রীঠাকুরের অভূতপূর্ব বাণী, কথা নিয়ে বিশ্লেষণের ভঙ্গিতে পিং পং বলের মতো খেলা করে আর তাঁর হাজার হাজার বাণী সমুদ্রে বালখিল্য ঘাই মারে।-
( লেখা ২রা জুলাই'২০২৩)

No comments:

Post a Comment