Powered By Blogger

Saturday, July 5, 2025

কবিতা; গু'য়ে দা।

গু'য়েদাকে মনে পড়ে, মনে পড়ে সেদিনটা।
ছোটোবেলার দিনগুলি, ঘুড়ি লাটাই ডাংগুলি,
কাদাজলে হুড়োহুড়ি; ভাগারেতে দৌড়াদৌড়ি,
গুয়ে পড়ে দৌড় লাগায় গু লাগা ল্যাংটা!!

কৈশোরের সেই দিন পার হ'য়ে অবশেষে
যৌবনেতে এসে শুনি হ'য়ে গেল গু'য়ে দা,
হাসিখুশি খোলামন দিলদার অনুক্ষণ
ছুঁয়ে ছুঁয়ে চলে যেত সে সবার হৃদয়টা।

দিন শেষে আছে পড়ে মনের মণি কন্দরে
কাটা ঘুড়ি, কাড়াকাড়ি, কিল, চড় সেই
ঘুড়ি নিয়ে দাপাদাপি, গুয়ে হ'লো মাখামাখি
আমার 'গুয়ে দা' আজ আর নেই!

( লেখা ৫ই জুলাই' ২০১৭)

No comments:

Post a Comment