Powered By Blogger

Friday, July 4, 2025

কবিতাঃ ভেবো বন্ধু একবার!

কেমন আছো? বললে বলি, ভালো আছি!
কিন্তু মুখের হাসি!?
যেন মস্ত এক মাটির শুকনো হাঁড়ি কাঁধের পরে নিয়ে বাঁচি!
চোখের তারায় জ্বলে হলুদ আলো! তবুও বলি, হ্যাঁ! বিন্দাস ভালো!
নিজের সঙ্গে নিজের লুকোচুরি!? 
নাকি জীবন আত্মম্ভরি বিষম কালো!?
চলার গতি মন্থর! শরীর কাঁপে থরথর! 
তবুও হাত নেড়ে করি হাঁকডাক!
কোথায় চললেন? 
বললে বলি, আর বলেন কেন দাদা! 
কাজের চাপে হ'য়ে কাদা
মনে মনে ভাবি তাই, মুক্ত এ জীবন! যেখানে ইচ্ছা যায় যাক!
মুষ্টিবদ্ধ হাত, কিন্তু ঢিলেঢালা! 
ইট মারলে পাটকেল তুলে নিই হাতে
কিন্তু মন বলে, পালা! পালা!
বিবেক বলে, বৃথা এ নকল জীবন 
ব'য়ে বেড়াও কেন অনুক্ষণ!?
ভেবো বন্ধু কিন্তু একবার দিন শেষে অবশেষে 
নিভৃতে একাকী গভীর রাতে!
( লেখা ৫ই জুলাই'২০১৯)





No comments:

Post a Comment