সৎসঙ্গীদের শ্রীশ্রীঅবিনদাদাকে নিয়ে এত অলৌকিক ঘটনার প্রচার কেন সোশ্যাল মিডিয়ায়?
কি উদ্দেশ্যে?
শ্রীশ্রীঠাকুরকে নিয়ে অতি উৎসাহী সৎসঙ্গীরা অলৌকিকতার বাড়াবাড়ি শুরু করেছিল তারই ট্রাডিশান শ্রীশ্রীঅবিনদাদার বেলায় কেন?
শ্রীশ্রীঅবিনদাদা কি তাঁর গুণমুগ্ধ নারীপুরুষের তাঁকে নিয়ে অলৌকিকতার বাড়াবাড়ি সমর্থন ও পছন্দ করেন?
শ্রীশ্রীঅবিনদাদাকে একশ্রেণীর নারীপুরুষ সৎসঙ্গী আবেগে ভেসে গিয়ে শ্রীশ্রীঠাকুরের আসনে বসিয়ে দিচ্ছেন। এরা কি সৎসঙ্গী?
শ্রীশ্রীঅবিনদাদা ও তাঁর অমৃত তুল্য কথা কি তাঁর তথাকথিত ঘনিষ্ট (?) নারীপুরুষ সৎসঙ্গীদের একান্ত ব্যক্তিগত সম্পত্তি?
যারা শ্রীশ্রীঅবিনদাদার অমৃতময় কথার সংকলক ব'লে নিজেদের ফেসবুকে প্রচার করছেন তাদের সংকলিত কথার কি স্বীকৃতি আছে?
শ্রীশ্রীঅবিনদাদার প্রাণময় প্রেমময় কথা কেউ লিখে রাখলে তার হ'য়ে যায়? আর, সেই কথা বিশ্লেষণ ক'রে আর্টিকেল রচনা অন্যায়?
চন্দন গাছের সংস্পর্শে শেওড়া গাছও চন্দনত্ব প্রাপ্ত হয়, অবিনদাদার সংস্পর্শে ঘনিষ্ঠ (?) প্রাণে অবিনের বিনের সুর বাজে?
ভক্তি ভালো, অতি ভক্তি ভালো নয়। আবেগ ভালো, আবেগে ভেসে যাওয়া ভালো নয়, ভক্তি নয়।
শ্রীশ্রীঅবিনদাদা প্রেমী সৎসঙ্গীরা কি জানেন তাঁর লক্ষ্য, তাঁর উদ্দেশ্য ও মিশন কি? তিনি কি কুলুঙ্গির দর্শনীয় বস্তু?
No comments:
Post a Comment