Powered By Blogger

Wednesday, July 30, 2025

উপলব্ধিঃ ময়লা জমেছে মনে।

কাল একটা লেখা চোখে পড়লো। লেখাটা কার মনে নেই। যাই হ'ক লেখাটা ভালো লাগলো। লেখা রয়েছে; "উন্নতি আর শত্রুর সংখ্যা একসাথে বাড়ে।"

লেখাটা পড়ে মনে হ'লো, বাস্তব। একেবারে বাস্তব। বাস্তবের মধ্যে আরও বাস্তব হ'লো কারও উন্নতি হ'লে পাশাপাশি বাড়ে অপরের হিংসা আর নিজের অহঙ্কার। উন্নতি তা সে শিক্ষা, ক্ষমতা, সামাজিক অবস্থান ইত্যাদি যে উন্নতিই হ'ক না কেন সংগে সংগে বাড়ে আত্ম অহংকার আর আর্থিক উন্নতি হ'লে তো কথাই নেই। তখন তার ব্যবহারে, তার আচার আচরণে, কথাবার্তায়, হাবেভাবে, তার চলাফেরায়, তার চাউনি, মুখ ভঙ্গী, শরীরী ভাষায় যে অহংকার ঝলকে ঝলকে ফুটে ওঠা, ছিটকে পড়া দেখে কেউ যদি বলে তা' সে স্বাভাবিকভাবেই হ'ক আর হিংসা, পরশ্রীকাতরতা থেকেই হ'ক, 'তোর অহঙ্কার হয়েছে।' 
তখন অহঙ্কারী মন আরও উদ্ধত হ'য়ে ব'লে ওঠে, 
'হ, হ, হইছেই তো; প্রয়োজন হইলে বুকের ওপর দিয়া হাইট্টা যামু।'

আর তার ফলে উন্নতির সাথে পাল্লা দিয়ে দ্বিগুণ হাড়ে বাড়ে শত্রুতা। তাই বলি, ময়লা জমেছে মনে! কোণে কোণে!!

এই ময়লা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় তা হ'লো জীবনে জীবন্ত আদর্শ গ্রহণ আর আদর্শের প্রতি অটুট অস্খলিত অচ্যুত আদর্শপ্রাণতা। অবশ্য যদি আমি ময়লা মনের ডাষ্টবিন থেকে মুক্তি পেতে চাই।
( লেখা ৩০শে জুলাই' ২০২১)


No comments:

Post a Comment