আমি আছি, আমি আছি,
ভাবতেই ভালো বাসায় মন ভরে যায়,
যেই ভাবি আজ সব খানে আমি আছি।
আমি আছি, আমি আছি।
কারো মন ভরে গেছে,
চোখের প্রদীপ জ্বলে গেছে, ২
আজ তার পথ আঁধারের বুক চিরে শেষে
আলোতে গিয়েছে মিশে।
আমি আছি, আমি আছি।
রঙে রঙে কত বাহার
রাঙিয়ে দয়ালের দরবার
আসে যায় কত
মানুষের পারাবার।
কেউ কাঁদে না কোনোদিন
কোনোদিন কখনো এখানে।
একটি নিমেষ কেউ হবে না ভীত, ভেবে
আমি আছি, আমি আছি।
স্মৃতি নিয়ে বাঁচি আজি
ছবি নিয়ে সুখে ভাসি
স্বপনের মাঝে আরো আজ সবার আছি আমি
দিন কেন জানি যায় না ফুরিয়ে।
আমি আছি, আমি আছি।
আমি আছি, আমি আছি,
ভাবতেই ভালো বাসায় মন ভরে যায়,
যেই ভাবি আজ সব খানে আমি আছি।
আমি আছি, আমি আছি।
( আমি নেই, আমি নেই গানের সুরে)
No comments:
Post a Comment