ঠাকুর নেই তুমিও নেই, আমিও নেই, কেউ নেই কোথাও;
চারিদিকে শুধু অন্ধকার, অন্ধকার, ঘোর অন্ধকার!
চারিদিকে শুধু অন্ধকার, অন্ধকার, ঘোর অন্ধকার!
সৎসঙ্গে কেন আসি? কার জন্য বা কিসের জন্য আসি?
প্রসাদের জন্য আসি নাকি ঠাকুরের জন্য আসি!?
( লেখা ৫ই জুলাই'২০১৯)
আনন্দ ধারা দেখো বহিছে ভুবনে
যত পারো লুটে নাও ক্ষণিকের এই জীবনে।আনন্দ আছে জেনো লুকিয়ে ভালোবাসার ভিতরে
ভালোবাসাহীন আনন্দ জেনো মৃত্যু শিয়রে।
জীবনের চলার পথের সমস্ত সত্য, সমস্ত সমস্যার সমাধান যেখানে লিপিবদ্ধ সেই ছোট্ট পকেট বুক; শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থের নাম "সত্যানুসরণ" অর্থাৎ সত্যকে অনুসরণ। এই সত্যকে অনুসরণ করার কথা যে ছোট্ট গ্রন্থে লিপিবদ্ধ করা আছে সেই পুস্তককে আমি বলি 'টেনশন ফ্রী ট্যাবলেট' পুস্তক। যে ট্যাবলেট খেলে অর্থাৎ পড়লে মলিন মুখে ফুটে ওঠে নির্মল হাসি, মনে জাগে আশার আলো, শরীরে জাগে ফুর্তি ও হাতির বল, কেটে যায় সমস্ত টেনশন। সেই পুস্তক ও পুস্তক রচয়িতাকে আমার সশ্রদ্ধ কোটি কোটি প্রণাম। আর এই সত্য হলেন,শ্রীশ্রীঠাকুর স্বয়ং।
( লেখা ৫ই জুলাই'২০২২)
No comments:
Post a Comment