Powered By Blogger

Wednesday, July 9, 2025

বিচিত্র ১৬৫

মনে পড়ে কত শত কথা,
মনে পড়ে যৌবন গাথা!
মনে পড়ে তোমার ছবি, 
মনে পড়ে ভুলতে না পারা ব্যথা!!
( লেখা ১০ই জুলাই' ২০১৭)

মানুষকে নিয়ে খিল্লি করা যাদের স্বভাব
নিশ্চিত জেনো রক্তে আছে তাদের শুদ্ধতার অভাব!
( লেখা ১০ই জুলাই' ২০১৮

জীবনটা যন্ত্রণাময়;
যদি না থাকে জীবনে দয়াময়।
যদি থাকে শয়নে-স্বপনে-জাগরণে দয়াময় 
জীবনটা হবে নিশ্চিত আনন্দময়।
জীবনের সব চাওয়া-পাওয়া কে যেন ভুতের মতো বয়।
( লেখা ১০ই জুলাই' ২০২৪)

যার যা লাগছে ভালো সাদা হ'ক
আর কালো, করুক। 
তুমি দাঁড়িয়ো না তার সম্মুখে হ'য়ে বাধাস্বরূপ
তুমি জ্বলো, জ্বালো হ'য়ে প্রভুর আলো। 
( লেখা ১০ই জুলাই' ২০২৪)










No comments:

Post a Comment