পিতা শিবচন্দ্র মনোমোহিনী নন্দন।
হিমাইয়েতপুরে জন্ম নিলেন জগতের নাথ
অনুকূলই জগন্নাথ তিনিই জীবননাথ।
দেওঘরে লীলা করেন পরম ঈশ্বর
অনুকূল রূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।
দেবদেবী ত্রেত্রিশ কোটি যত ভগবান
চরণ বন্দনা ক'রে গায় রাধাস্বামী নাম।
রাধা রাধা ব'লে সবাই গাও জয়গান
রাধাস্বামী অনুকূল প্রাণের আরাম।
যে রাম সেই কৃষ্ণ সেই বুদ্ধ যীশু আর
মহাম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ রূপে অনুকূল আমার।
( লেখা ৬ই জুলাই'২০২৪)
(নাম করো নাম করো' গানের সুরে
অনুকূলই জগন্নাথ তিনিই জীবননাথ।
দেওঘরে লীলা করেন পরম ঈশ্বর
অনুকূল রূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।
দেবদেবী ত্রেত্রিশ কোটি যত ভগবান
চরণ বন্দনা ক'রে গায় রাধাস্বামী নাম।
রাধা রাধা ব'লে সবাই গাও জয়গান
রাধাস্বামী অনুকূল প্রাণের আরাম।
যে রাম সেই কৃষ্ণ সেই বুদ্ধ যীশু আর
মহাম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ রূপে অনুকূল আমার।
( লেখা ৬ই জুলাই'২০২৪)
(নাম করো নাম করো' গানের সুরে
No comments:
Post a Comment