Powered By Blogger

Tuesday, July 29, 2025

প্রশ্ন ও উত্তরঃ কোনটা মাথায় রাখবো।

কোনটা মাথায় রাখবো।
প্রথম সূত্রটা মনে রেখো বাকি দু'টো ভুলে যাবার চেষ্টা করো। ভুলে যাবার চেষ্টা করা মানে ওই মানুষগুলোকে ভুলে যাওয়া নয়, মানুষগুলোকে জড়িয়ে ঘটনাগুলোকে বারবার মনে না করা, বরং ওই মানুষগুলো থেকে সাবধান থাকা। তা নাহ'লে সামনে এগিয়ে চলার পথে বাধা হয় দাঁড়াবে ওই ভয়ঙ্কর স্মৃতিগুলো। মনে প্রতিশোধ আসতে পারে যা কিনা সত্যিকারের প্রতিশোধ নেবার ও সফলতা লাভের পথে বাধা হয় দাঁড়াবে। ওই দ্বিতীয় ও শেষ সূত্র অর্থাৎ স্মৃতিগুলি তোমার মূলধন হক সাফল্যের চুড়ায় পৌঁছোবার, ব্যর্থতার পদতলে আশ্রয় পাওয়ার জন্যে নয়। আর প্রথম সূত্রটাকে মাথায় তুলে রেখো ঈশ্বরের মতো মৃত্যুর দিন পর্যন্ত। প্রথম সূত্রটা-ই ভগবানের নীতিনিধি।
( লেখা ৩০শে জুলাই'২০২৩)


No comments:

Post a Comment