গায়ের চামড়া বলছে, আমি শুয়োর!
বেইমানী আর অকৃতজ্ঞতা
নেই রক্তে, বায়োলজিক্যালি আমি শিওর!!
বেইমানী আর অকৃতজ্ঞতা
নেই রক্তে, বায়োলজিক্যালি আমি শিওর!!
নিশুতি রাত! ঘুম ভাঙে, ভাঙে স্বপ্ন,
গুটি মেরে পড়ে থাকি বিছানায়।
অপমান, লাঞ্ছনা দেয় হানা-----
মন করে মানা------মনের আয়নায়!
কে যেন এসে বলে যায় কানে কানে,
'ক'রো না দুঃখ, ক'রো না অভিমান'।প্রেমময়ের তরে যাও সব সয়ে,
মহার্ঘ জেনো লাঞ্ছনা-অপমান!!
তবুও অবাধ্য এ মন
মানে না নীতি কথন,
মানে না তাঁর সাবধান বাণী''শেষের সেদিন ভয়ংকর''
পরিণাম নিশ্চিত আমি জানি!!
পরিণাম নিশ্চিত আমি জানি!!
"মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ।"
যাকেই করেছি বিশ্বাসসেই দিয়েছে তীব্র তাপ-উত্তাপ!!
(২১শে জুলাই' ২০১৭)
সত্যের পথ বড় ভয়ংকর!
এ পথে কেউ এগিয়ে আসে না সাথ দেবার,
দেয় না বাড়িয়ে হাত;
প্রতি মুহূর্তে এখানে বিষাক্ত ছোবল
আর ঘন কালো রাত!
আপন যখন হয় পর
তখন ঘর থাকে না আর ঘর।আর যদি পর হয় কখনও সত্যিই আপন
তারে স্বর্গ জেনো জীবনভর!!
(২১শে জুলাই'২০১৮)
যে বা যারা তা সে তোমার যত আপনজন-ই হ'ক, যত প্রিয়জনই হ'ক এমনকি মা-বাবাও যদি হয় আর তারা তোমাকে, তোমার সন্তানকে জীবন্ত ঈশ্বর থেকে সরিয়ে নিয়ে যেতে চায় আর আকাশের ভগবানে, অমূর্ত ভগবানে, তাবিজ মাদুলী, লালনীল সুতো, বাবাজী-মাতাজী, জ্যোতিষী নির্ভর ক'রে তুলতে চায় তাহ'লে জেনো সে জান্তে-অজান্তে শয়তানের সহচর।
কিছু অতি বোদ্ধা আপনজন ও প্রিয়জন আছে যারা তোমার হিতাকাঙ্ক্ষী সেজে বলবে এই এত ছোট বয়স থেকে তোর ছেলে 'ঠাকুর' 'ঠাকুর' করছে? সৎসঙ্গে যাচ্ছে? সাবধান! পড়াশুনা লাটে উঠে যাবে। সাধু, সন্ন্যাসী হ'য়ে যাবে। তাদের থেকে দূরে থাকুন ও নিজেকে দূরে রাখুন। কারণ তাদের ঘরে ছেলেমেয়ে 'মানুষ' হয়নি। তাই জ্বালা। সে বা তারা চায় না অন্যের ছেলেমেয়ে মানুষের মত মানুষ হ'য়ে সমাজে মাথা উঁচু ক'রে বাঁচুক।
( ২১শে জুলাই'২০২৩)
..
No comments:
Post a Comment