Powered By Blogger

Wednesday, December 13, 2023

কবিতাঃ তুমি আছো সাথে

ঈশ্বর, তুমি আমাকে সফল মানুষ ক’রে দাও
আমার যা আছে তাই দিয়ে শূন্যতাকে ভরিয়ে;
ভরিয়ে যা কিছু অসম্পূর্ণতা
সংসার সমুদ্রে ভাসানো জীবন তরীর,
ক্ষমা ক’রে যত দীনতা, কোলে তুলে নাও।

অকূল সমুদ্রে হারিয়ে জীবনের দিশা
চতুর্দিক হ’তে ধেয়ে আসে ঘোর অমানিশা
ঘোর বিপদে আমি দিশাহারা
তুমি অন্ধকারে আলোর প্রদীপ জ্বালাও।

বিপদে তুমি না করিলে দয়া
না দিলে আশ্রয়, এ দয়াহীন সংসারে
কে করিবে রক্ষা তুমি ছাড়া দয়াময়?

ভাগ্যের কশাঘাতে ক্ষতবিক্ষত
ভাগ্য ব’লে যদি কিছু থাকে;
ব্যর্থতা মুচকি হেসে বলে,
জীবন খুঁজে ম’রছো অবিরত
অন্ধকার মৃত্যুর রাতে!

দরিদ্রতা হানে বিষাক্ত ছোবল
অজ্ঞতা চিরসাথী হ’য়ে বলে--------
শুনেছো কি ঐ কলরোল?
‘মৃত্যু’ শিয়রে তুলেছে ফণা
শোন ঐ অন্তিম ধ্বনি,
বলো হরি হরিবোল।

ঘরে বাইরে মেলেনা সাহারা
বাড়ায় না কেউ হাত;
আমি একা বসে আছি তব পথ চেয়ে
কবে এসে কোলে তুলে নেবে ব’লে
কেটে যায় বিনিদ্র রাত।

গ্রহরা না-কি দিয়েছে হানা
চারিপাশে করিছে হুঙ্কার
তাঁদের করতে হবে না-কি শান্ত,
করতে হবে তার প্রতিকার।

প্রভু তোমারে বেসেছি ভালো
নিয়েছি তোমার দীক্ষা মন্ত্র,
ভাবি কিসের ভয়, কাহার ভয়
জানি না কোনও গ্রহ নক্ষত্র;
গ্রহের বিগ্রহ তুমি জানি আমি
তুমি অসীম অনন্ত!
তোমার গর্ভ থেকে জন্মে যা কিছু
তোমাতেই হয় লীন,
তোমারি মায়ায় ভরে আছে চারিপাশ
নীহারিকা মাঝে নীল নীলিমায়
হ’য়ে আছো তুমি অন্তরীণ!

ব্যর্থতার গহ্বর থেকে
হে দয়াময় তুলে নাও আমায়
তোমারি ছোঁয়ায় হ’ক মৃত্যু
গ্রহের যত ষড়যন্ত্র,
পথ খুঁজে ফিরি, পথ নাহি মেলে
আমি ক্লান্ত, পথশ্রান্ত।

ভ্রান্ত পথের হ’য়ে পথিক
আমি জীবন খুঁজে ফিরি
জীবন নাহি মেলে সেথায়
মৃত্যু সারিসারি!
বুদ্ধি বিপর্যয়ে প্রভু আজ
আমি ধ্বস্ত বিধ্বস্ত।
তবুও আমি আজ জানান দিতে চায়
গভীর বিশ্বাসে দৃঢ় কন্ঠে
হ’য়ে মুক্ত চিত্ত!
তুমি আছো সাথে তাই ন'ই আশাহত,
ন'ই ত্রস্ত।
তুমি বরাভয় হ’য়ে আছো আমার সম্মুখে
আমি আশ্বস্ত।

তুমিই সত্য, তুমিই শুভ
তুমিই সুন্দর আমার জীবন রথ!
এই জীবন রথের আরোহী আমি
নিশ্চিহ্ন আজ মৃত্যুর আছে যত পথ।
জীবন খুঁজে পাবো হেথায়
এসো ছাড়ি সবে
যে আছো যেথায় দলেদলে
জীবন জুড়ে আছে যত মৃত্যুর মত
নির্ম্মম নিমেষে সেসবে পায়ে দ’লে।
(১৩ই ডিসেম্বর;'২০১৪)

No comments:

Post a Comment