Powered By Blogger

Wednesday, December 13, 2023

কবিতাঃ মরতে যদি হয়.......

মরতেই যদি হয় তো তোমার জন্য মরবো;
নইলে কেন মরবো? আর কার জন্যে মরবো?
কে সে বা কি সে মহান যার জন্যে অল্প দিনের
জন্য আসা এই পৃথিবী ত্যাগ করে চলে যাবো!?
যাবো চলে আসার সময় সঙ্গে করে নিয়ে আসা
ছয় ভৃত্যের ওপর প্রভুত্ব না করেই!?

মরতে যদি হয় তো তোমার জন্য মরবো।
তোমার থেকে কে এত ভারী আর কেই বা মহামূল্য
এই সৃষ্টি মাঝে!? কে সে বা কি সে যার প্রেমে হ'য়ে
মাতাল আমি করবো প্রবেশ সীতার মত পাতাল
আর হাসি হাসি পরবো ফাঁসি দেখবে জগতবাসী
দেখবে এ যুগের ক্ষুদিরামের হাল!?

মরতে যদি হয় তো তোমার প্রেমে মরবো
আর করতে যদি হয় ভোগ তোমায় করবো।
প্রেম! কি সেই প্রেম? সুন্দরী রমণীর প্রতি
নাকি দেশমাতৃকার প্রতি প্রেম!?
ভোগ! কি সেই ভোগ? ষড়রিপু তাড়িত উদ্দাম
জীবন ভোগ নাকি সেবার ছলে আমিত্ব ভোগ?
তোমায় বিনা যে বা যা কিছু প্রেম আর সেবা
সে প্রেম, সে সেবা জানি মিথ্যা!
তুমি বিনা যা কিছু এই জগতে হায় ভোগের বস্তু পাই
জানি সে ভোগ ভোগ নয় উপ ভোগ জীবন মাঝে যা বৃথা।
তাই মরতেই যদি হয় আর করতেই যদি হয় ভোগ খুব
তোমার প্রেমে মাতাল আমি তোমার তুমি মাঝে দিলাম ডুব।
পিছে পিছে আসে আসুক উর্বশী রম্ভার হেমাঙ্গ প্রেম!
আসে আসুক যদি আসে দেশপ্রেম!
(লেখা ১৩ই ডিসেম্বর'২০১৮)

No comments:

Post a Comment