• যে কোনও ব্যক্তি স্ব-ইচ্ছায় কোনও পুরুষ, মহিলা বা পশুর সঙ্গে প্রকৃতির নিয়মবিরুদ্ধ যৌন ক্রিয়ায় লিপ্ত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
এখন প্রশ্ন............
কোন ব্যক্তি স্ব-ইচ্ছায় পুরুষ বা মহিলার সঙ্গে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ যৌন ক্রিয়ায় লিপ্ত হ’তে পারে কিন্তু পশুর ক্ষেত্রে স্ব-ইচ্ছা ব্যাপারটা কি রকম ঠিক পরিষ্কার হ’ল না। স্ব-ইচ্ছা ব্যাপারটা তো উভয়ত!
একজন পুরুষ একজন পুরুষের সঙ্গে, একজন নারী একজন নারীর সঙ্গে স্ব-ইচ্ছায় প্রকৃতির নিয়ম বিরুদ্ধ যৌন ক্রিয়ায় লিপ্ত হ’লে ধরে নিতে হবে উভয়পক্ষেই সম্মতি আছে। সেক্ষেত্রে স্ব-ইচ্ছায় মিলিত হওয়া সত্ত্বেও তার শাস্তির বিধান আছে তা’ না-হয় মানা গেল কারণ বলা হচ্ছে তা’ প্রকৃতি বিরুদ্ধ। কিন্তু একটা পশু কি ক’রে যে কোন ব্যক্তির সঙ্গে প্রকৃতি বিরুদ্ধ যৌন সম্পর্কে সম্মতি দেবে বা প্রকৃতি বিরুদ্ধ যৌন সম্পর্কে নিজের ইচ্ছে আছে তা বোঝাবে? ব্যাপারটা বোঝা গেল না। সেক্ষেত্রে স্ব-ইচ্ছা ব্যাপারটা একতরফা অর্থাৎ প্রকৃতি বিরুদ্ধ তো বটেই সঙ্গে শক্তি প্রয়োগ জড়িত। এবং সেটা অবশ্যই মানুষের ওপর বর্তায় কারণ কোন পশু স্ব-ইচ্ছায় মানুষের সঙ্গে বল প্রয়োগে যৌন ক্রিয়ায় লিপ্ত হ’য়েছে এমন ঘটনা প্রকৃতির বুকে পৃথিবীতে কোথাও ঘটেছে এমন নজির জানি না আছে কিনা। উপরন্তু মানুষ তার অসুস্থ রোগগ্রস্থ বিকৃত কামনায় পশুকে প্রকৃতি বিরুদ্ধ যৌন ক্রিয়ায় লিপ্ত হ’তে জোর ক’রে বাধ্য করেছে শোনা যায়! যে কোন ব্যক্তির প্রকৃতি বিরুদ্ধ পশুর ক্ষেত্রে যৌন সম্পর্ক বলতে কি বোঝায়? মানুষে মানুষে প্রকৃতি বিরুদ্ধ যৌন সম্পর্ক আর মানুষে পশুতে যৌন সম্পর্ক কি একই সারিতে, একই মাত্রায় বিচারাধীন? মানুষের মধ্যে সমলিঙ্গতে যৌন সম্পর্ক যদি অপরাধ হয় তাহ’লে মানুষে-পশুতে যৌন সম্পর্কের ক্ষেত্রে কি বলা হবে? শুধু অপরাধ না-কি অন্য আরও কিছু? আর কেনই বা মানুষে-পশুতে যৌন সম্পর্ক অপরাধ হবে? এ-ক্ষেত্রেও কি মৌলিক অধিকারে হস্তক্ষেপ নয়? উভয় ক্ষেত্রেই কি একই অপরাধ, একই আইন, একই রায় প্রযোজ্য? মানুষে-পশুতে যৌন সম্পর্কের ক্ষেত্রে কার ইচ্ছে প্রাধান্য পায়? উভয়ের ইচ্ছের প্রকৃতি কি এক? পশুর ইচ্ছের ক্ষেত্রে যদি কখনো উন্নত প্রতিফলন ঘটে আর মানুষের ক্ষেত্রে যদি প্রকৃতি বিরুদ্ধ ও নিম্ন ইচ্ছের প্রতিফলন ঘটে সেক্ষেত্রে আইন কি চোখে দেখবে ব্যাপারটাকে? এ-ক্ষেত্রে মৌলিক অধিকারের দাবী সম্পর্কে আইন কি বলছে? সমাজবিজ্ঞানে বর্ণিত মানুষ আর পশুর মধ্যে আচরণ, চালচলন, হাবভাব, ব্যবহার অর্থাৎ বিহেভিরিয়াল সায়েন্স এবং বায়োলজিক্যাল-এর যে সমীকরণ সেই অনুযায়ী আইন রচনা বা শাস্তি বিধান কি সম পর্যায়ের? মানুষ ও পশুর আবিধানিক অর্থ অনুযায়ী পশুর মধ্যে মানুষের আচরণ আর মানুষের মধ্যে পশুর আচরণ-এর ক্ষেত্রে আইন কি বিধান দেবে?
(১৩ই ডিসেম্বর'২০১৩)
No comments:
Post a Comment