শুভ বিজয়ায় শপথ,
শুভ বিজয়ায় সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আসুন সবাই একবার মন দিয়ে শ্রীশ্রীদাদার কথা পড়ি ও শুভ বিজয়ায় শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীবড়মা, শ্রীশ্রীআচার্যদেব, শ্রীশ্রীদাদা, শ্রীশ্রীঅবিনদাদাকে প্রণাম জানাই ও শ্রীশ্রীদাদার কথামতো চলার শপথ গ্রহণ করি।
দয়ালের কাছে জেনেছি মা দুর্গা মানে আপনার আমার ঘরের মা। ঘরের মাকে বাদ দিয়ে মা দূর্গার আরাধনা অর্থহীন ও বৃথা। তাই মা দূর্গার বিসর্জন হয় না। দয়াল বললেন, বিসর্জন মানে বিশেষভাবে সৃজন। সেই অর্থে মায়ের বিসর্জন হয় না। হয় মাকে নোতুনরূপে নিজের ঘরে, নিজের মায়ের মধ্যে বিশেষভাবে সৃষ্টি, বিশেষভাবে রচনা বা নির্মাণ।
তাই আজকে এই বিজয়ার বিশেষ দিনে বিশেষভাবে সবার ঘরে ঘরে, সবার জীবনে, সবার চরিত্রে রচিত হ'ক মায়ের উপস্থিতি, সৃষ্টি হ'ক তীব্র উদ্দীপনায় নিজের মায়ের প্রতি অকৃত্রিম, অকপট ভালোবাসা। সার্থক হ'ক জীবন, সার্থক হ'ক দশমী, উপভোগ করুন মায়ের বিসর্জন প্রকৃত অর্থে অকপট অকৃত্রিম হৃদয়ে পরস্পরের সঙ্গে ভালোবাসা দেওয়ায়-নেওয়ায়, আলিঙ্গনে-গ্রহণে।
এই শুভ দিনে শ্রীশ্রীঠাকুরের কাছে প্রার্থনা করি ও শপথ নিই আমরা যেন শ্রীশ্রীদাদার কথা মতো নিজেরা চলতে পারি ও সবাইকে চলতে অনুপ্রাণিত করতে পারি। জয়গুরু।
No comments:
Post a Comment