Powered By Blogger

Sunday, December 24, 2023

উপলব্ধিঃ তাত্ত্বিক আমেজ!

তাত্ত্বিক আমেজে ডুবে আছো মণি তাত্ত্বিক আমেজেই ডুবে থাকো! তাত্ত্বিক আমেজ মানেই গরম কাপড়ে নিজেকে জড়িয়ে নিয়ে চুকচুক ক'রে সূরা পান করা আর ঢুলুঢুলু চোখে রঙিন স্বপ্ন দেখা। পৃথিবীর সবচেয়ে নিরাপদ টেনশন বিহীন আরামদায়ক কাজ হ'লো তাত্ত্বিক আমেজে ডুবে থেকে দিনরাত ভুলভাল তত্ত্ব কথার জাবর কাটা আর জাবর কাটা! তাত্ত্বিক আমেজ মানেই নিজে কিছু না ক'রে অন্যকে খোঁচা মেরে মেরে অন্তঃসারশূন্য জ্ঞানগর্ভ কথার ফুলঝুরি ছোটানো! তাত্ত্বিক আমেজ মানেই অন্যের ঘাড়ে বন্দুক রেখে আন্দাগুনদা কথার ট্রিগার টেপা। তাত্ত্বিক আমেজে ডুবে আছো মণি? তাত্ত্বিক আমেজে ডুবে থেকে থেকে কখন যে সকাল কেটে দুপুর ঘনিয়ে শেষের সেদিনের সন্ধ্যে নেমে আসে তার খেয়াল থাকে। তাত্ত্বিক আমেজে ডুবে থাকা মানুষ হঠাৎ হঠাৎ ক'রে ঘুমের ঘোরে লাফ দিয়ে ওঠার মত বিপ্লবী হ'য়ে উঠে দিগ্বিদিক জ্ঞান শূন্য হ'য়ে পা ছুঁড়তে থাকে! তাত্ত্বিক আমেজে ডুবে থাকা মন শেষের দিনে হ'য়ে ওঠে ভারাক্রান্ত এক সের থেকে এক মন! তাত্ত্বিক আমেজে ডুবে থাকা জীবন শীতের বিকেলে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিয়ে ফুলের বাগানে বাগান চর্চায় মাততে চায়। এই তো জীবন! তাত্ত্বিক আমেজে ডুবে থাকা নেশাগ্রস্থ জীবন!!
(লেখা ২৪শে ডিসেম্বর'২০১৯)

No comments:

Post a Comment