Powered By Blogger

Wednesday, December 20, 2023

কবিতা: সরল অংক!

জীবনটা কিন্তু সরল অংক 
শুধু শুধুই তাকে করছি বা করেছি জটিল!
অঙ্কের যত নিয়ম কানুন 
ক'রে দিয়ে জীবন থেকে বাতিল!
জীবনের অঙ্কটা কিন্তু সরল 
যদি না জন্মবিজ্ঞানে থাকে ভুল!
যে জীবন জন্মালো তার কি দোষ? 
তাকে কিন্তু দিতে হবে মাশুল!
জীবনটা কিন্ত অংক সরল 
তাকে গোঁজামিল দিয়ে চাইছি মেলাতে
না মিললে পরে জীবন অংক 
দিচ্ছি দোষ সমাজ ব্যবস্থাকে!
দিচ্ছি দোষ শিক্ষা ব্যবস্থার, 
দিচ্ছি দোষ রাজনীতি আর ধর্মের
কিন্তু দেখছি না দোষ আমার-তোমার, 
দেখছি না দোষ জীবনযাপনের!
মুষ্টিবদ্ধ হাত নিয়ে আজ যে শিশু জন্মায় 
কোথায় দোষ, কোথায় ত্রুটি
কাল যখন তার মুষ্টিবদ্ধ হাত 
আলগা হ'য়ে নিচে ঝুলে যায়!?
জীবন কিন্তু এক সরল অংক 
যে সরলরেখায় চলে।
মেইন লাইন ছেড়ে কর্ড লাইনে 
চলে যায় বাপ-মায়ের ভুলে।
বাপ-মাকে বুঝতে হবে 
ছেলের জীবন মাঝে এত ত্রুটি কিসের?
জন্মগত ত্রুটি আর পরিবেশগত ত্রুটির মাঝে 
ফারাক নয় উনিশ-বিশের!
পরিবেশগত ত্রুটির মাঝে বড় হওয়া জীবন 
যদিও শোধরানো যায়,
ফিরে আসে মেইন লাইনে। 
কিন্তু জন্মবিজ্ঞানে থাকলে ত্রুটি
শোধরানোর নেই কোনও বিধান 
বিধাতার জন্ম আইনে!
তাই তো বলি, 
জীবন কিন্তু একটা সরল অংক
ক'রো না তাকে বেমতলবে অকারণ জটিল
শেষের সেদিন হবে কিন্তু ভয়ঙ্কর ভয়াবহ কুটিল!
( লেখা ২১শে ডিসেম্বর'২০১৯)

No comments:

Post a Comment