Powered By Blogger

Wednesday, December 13, 2023

কবিতাঃ ভালোই যদি বাসি..........

আমি তোমার কাছেই যদি আসলাম তবে
তোমার মনের মতো হলাম না কেন!?
যদি ভালোইবাসলাম তোমায় তবে কেন
তোমার ভালোতে করলাম না বাস!?
ভালোবাসা কি স্বার্থবাহিত? কি সে স্বার্থ?
তোমায় পাবার আশা যদি ভালোবাসা হয়
সে ভালোবাসা জানি দেহজ নয়; স্বার্থ সেথায়
আছে জানি; হায়! জীবের আত্মা পরমাত্মায়
মিলাতে চায়!
যদি মন বাগিচায় তোমায় দিলাম ঠাঁই
তবে কেনও ফুটলো না ফুল, মাটি হ'লো না
সিক্ত সেথায়!? 'হৃদ মাঝারে রাখবো
তোমায় ছেড়ে দেব না' ব'লে গাইলাম গান আর
ভালোবাসার নামে উঠলো বেজে নাগিন সাজে
তড়িৎ বেগে দেহের বীণায় কাম-কামিনীর তান!?
এই গান শুনে বৃক্ষ মাঝে স্বর্গে ফোটে পারিজাত ফুল!
আর সেই গানেই কোমর দোলায় যেথায় সেথায়
চোখের তারায় জাগিয়ে নেশা ফোটায় কামুকতার শূল!
তোমার প্রেমে মাতাল আমি নেচে ওঠে মনপ্রাণ
নাচের তালে শরীর নাচে কামকলা ফুটে ওঠে
তোমার প্রতি এই ভালোবাসার টান!?
ভালোই যদি বাসি তোমায়
এমন কেন জীবন কাটাই!!!!!
( ১৩ই ডিসেম্বর-২০১৮)

No comments:

Post a Comment