তুমি ছাড়া কিছু নেই, কেউ নেই মাথায়!
মাথা ভর্তি চুল ছিল, ভুল ছিল, ছিল জমাট ধুল;
আর ছিল ভুলভুলাইয়ার ঘুলঘুলির ঝুল।
এখন চুল?
তাও নেই, আর তাই নেই চুল ভরা ধুল
আর ধুলে ভরা ভুলভুলাইয়ার ঝুল।
তাহ'লে মাথায় কি আছে?
যা হ'তে পারে জবর-খবর!
মাথায় কি আছে তা তুমি জানো
আর জানি আমি; এতে নেই কোনো ন্যাকামি।
জবর-খবর হ'ক আর না হ'ক নেই কোনো গোবর
এ কথা হলফ ক'রে বলতে পারি আমি।
হ্যাঁ আছে!
আছে শুধু মাথা ভর্তি টাক, কিন্তু
টাকের ভেতর নেই কোনো হাঁকডাক।
টাক আছে নেই টাকা,
তাই নেই কোনও কারও চোখ বাঁকা; কিন্তু
আছে চুলহীন টাকের চাকচিক্য! শালা আধিক্য।
তাই মন বলে তুমি আছো,
আছো শুধু তুমি এই মাথায়;
নেই কোনও আর অন্য কিন্তু-পরন্তু।
তুমি আছো তাই আমি আছি
আর আছে মগজ জুড়ে------
"শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা।"
আর তুমি নেই আমিও নেই,
আছে শুধু অন্তহীন মৃতস্য যাত্রা!
( লেখা ১৩ই ডিসেম্বর'২০১৮)
No comments:
Post a Comment