প্রেম পেলে না প্রভু।
প্রেম দিলে যে শুধু
আমি যে বড়ই পাপী।
আমি কি নিয়ে বাঁচি।
প্রেম পেলে না প্রভু।
প্রেম পেলে না
পেলে না, পেলে না প্রভু
প্রেম দিলে যে শুধু
প্রেম পেলে না প্রভু
প্রেম দিলে যে শুধু
আমি যে বড়ই পাপী।
আমি কি নিয়ে বাঁচি ।
প্রেম দিলে যে শুধু।
ও ও ও
তুমি যে বাজাও বাঁশি
প্রেমের বাঁশি পড়ায় ফাঁসি,
মধু ভরা ঐ হাসি
আমি কি নিয়ে বাঁচি?
প্রেম পেলে না প্রভু
প্রেম দিলে যে শুধু
আমি কি নিয়ে বাঁচি?
প্রেম পেলে না প্রভু।
আঁখি তোমার দেখায় দিয়া
আঁধারেতে আমার হিয়া
আমি যে আজ একাকী
আমি যে বড়ই পাপী।
আমি কি নিয়ে বাঁচি?
প্রেম পেলে না প্রভু
প্রেম দিলে যে শুধু
আমি কি নিয়ে বাঁচি?
প্রেম পেলে না প্রভু।
আলোময় তুমি প্রভু
আমার তরে আঁধার শুধু
রূপে রসে আছো তুমি
আমি কি নিয়ে বাঁচি?
দেখা দিলে না প্রভু।
রূপে রসে আছো তুমি
আমি কি নিয়ে বাঁচি?
দেখা দিলে না প্রভু।
(মন দিলে না সখি সুরে লেখা)
No comments:
Post a Comment