Powered By Blogger

Sunday, December 31, 2023

দূর্গাপূজা ২০২৩ঃ শুভ দশমীর নিবেদন,

আজ শুভ দশমী। আজ মায়ের বিসর্জন।
আজ মা দুর্গা চলে যাবে। বাবা এসেছে মাকে নিয়ে যেতে। তাই সবার মন খারাপ। ঘরে ঘরে বিষাদের ছায়া। কাল বৃষ্টি হ'য়ে মাকে নিয়ে শেষ আনন্দ মাটি হয়ে গেছে প্যান্ডেলে প্যান্ডেলে। সবার মন খারাপ ছিল শেষ দিনে। তবুও সন্ধ্যেবেলা বৃষ্টি না থাকায় মানুষ নেমেছে পথে। কিন্তু মায়ের পুজো যেখানে মাঠে হয়েছে সেখানে পুজোর আনন্দ হয়েছে মাটি। প্যান্ডেলে প্যান্ডেলে কাদা জল। কারণ অনেক প্যান্ডেলের মাথায় ত্রিপল দেওয়া হয়নি আবহাওয়া ভালো থাকার জন্য দূরদর্শিতার অভাবের কারণে। ফলে বৃষ্টির জল ঠাকুরের সামনের ঘেরা দেওয়া জায়গাকে করেছে জল কাদাময়।

যাই হ'ক, মানুষ সেই কষ্টের মধ্যে যতটা পেরেছে আনন্দ করেছে। কিন্তু আনন্দের সময় যদি একটু মায়ের কথা মনে থাকতো, একটু মায়ের কাছে প্রার্থনা করতো, গুরুভাইবোনেরা দয়ালের মুখ মনে রাখতো, দয়ালের কাছে আকুল প্রার্থনা করতো যাতে নবমীর আগের দিন ও রাতগুলি যেমন সুন্দর আলো ঝলমলে পরিবেশে আনন্দের মধ্যে কেটেছে তেমন যেন মধুরেণ সমায়েৎ হয়। তখন তো আনন্দ করেছে, ঝলমলে পোশাকে ঘুরেছে বেড়িয়েছে, নানারকম ফাস্ট ফুড জাতীয় খাবার খেয়েছে পথে ঘাটে হোটেলে রেষ্টুরেন্টে তখন কি মনে থেকেছে বিপর্যয়ের কথা? থেকেছে মনে দয়ালের মুখ, নাম? মনে থাকেনি, থাকে না। তাই যা হবার হয়েছে। সম্মিলিত আকুল প্রার্থনা ঈশ্বরকে বাধ্য করে নিশ্চিত সিচুয়েশন পাল্টে দিতে। কিন্তু তা হয়নি মাকে, দয়ালকে অকপট অকৃত্রিম ভালোবাসার অভাবে।
আজ দশমী। আর কিছুক্ষণ পর মা বিদায় নেবে। বেজে উঠবে বিসর্জনের বাজনা। চোখের জলে বিদায় দিতে হবে মাকে। কিন্তু বাবা এসেছে মাকে নিতে। দয়াল পরমপিতা আমার আমাদের বলেছেন, ওঠো, জাগো, চোখের জল মোছো। মাকে বিসর্জন দেবে মানে তাঁকে নিরঞ্জন নয়, তাঁকে জলে নিক্ষেপ নয়। বিসর্জন মানে মাকে বিশেষভাবে সৃজন। অর্থাৎ আবার নোতুনভাবে তাঁকে সৃষ্টি করা, রচনা বা নির্মাণ করা।
দয়ালের কাছে জেনেছি মা দুর্গা মানে আপনার আমার ঘরের মা। ঘরের মাকে বাদ দিয়ে মা দূর্গার আরাধনা অর্থহীন ও বৃথা। তাই মা দূর্গার বিসর্জন হয় না। দয়াল বললেন, বিসর্জন মানে বিশেষভাবে সৃজন। সেই অর্থে মায়ের বিসর্জন হয় না। হয় মাকে নোতুনরূপে নিজের ঘরে, নিজের মায়ের মধ্যে বিশেষভাবে সৃষ্টি, বিশেষভাবে রচনা বা নির্মাণ।
তাই আজকে এই বিজয়ার বিশেষ দিনে বিশেষভাবে সবার ঘরে ঘরে, সবার জীবনে, সবার চরিত্রে রচিত হ'ক মায়ের উপস্থিতি, সৃষ্টি হ'ক তীব্র উদ্দীপনায় নিজের মায়ের প্রতি অকৃত্রিম, অকপট ভালোবাসা। সার্থক হ'ক জীবন, সার্থক হ'ক দশমী, উপভোগ করুন মায়ের বিসর্জন প্রকৃত অর্থে অকপট অকৃত্রিম হৃদয়ে পরস্পরের সঙ্গে ভালোবাসা দেওনায়-নেওয়ায়, আলিঙ্গনে-গ্রহণে।
দয়ালের প্রতি তিলমাত্র বিশ্বাসে গভীর বিশ্বাস, ভরসা রেখে আপ্রাণতার সঙ্গে নির্মল ভালোবাসায় সরলতাপূর্ণ হৃদয়ে আজ তাঁর কাছে প্রার্থনা করুন নির্মল হৃদয়ে,
হে দয়াল, তুমি আমার ঘরে থাকো, বিশেষভাবে আমার ঘর তোমার উপস্থিতিতে আলোময়, রূপময়, মধুময়, রসময় হ'য়ে উঠুক, বিশেষভাবে তোমার গুণাবলীর সৃজন হ'ক অর্থাৎ রচনা হ'ক, সৃষ্টি হ'ক, নির্মাণ হ'ক আমার ঘরে, আমার পরিবার ও পরিবারের সবার জীবনে, চরিত্রে। শিব যেখানে পার্বতী সেখানে। নারায়ণ যেখানে সেখানেই মা লক্ষী।
যা চাইবে তাই-ই পাবে। জয়গুরু।

No comments:

Post a Comment