Powered By Blogger

Wednesday, December 27, 2023

গানঃ আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।২


তোমার চোখের মায়াবী আলো
আমার বুকে যেমনি এলো
অমনি আমার হৃদয়খানি
ভালোবাসায় গেল ভরে।।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

তোমার মুখের মধুর হাসি
দেখে নয়ন জলে ভাসি।
মধুর হাসির গভীর ছোঁয়ায়
ঢেউ তোলে হৃদ মাঝারে।।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।



ভালো আছি ভালো রেখো
ঐ রাঙা চরণে ঠাই দিও;
রেখো তোমার চরণ যুগল
অধমের এই বুকটাতে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।২






No comments:

Post a Comment