Powered By Blogger

Saturday, December 30, 2023

কবিতাঃ ২০১৯ স্বাগত!

পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে জানাতে স্বাগত
রাস্তা থেকে ডিস্কোথেক উচ্ছাস উন্মাদনা সর্বত্র!
ঘরে বাইরে চলছে জমিয়ে আড্ডা আর খাওয়াদাওয়ার
পরিকল্পনা! রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাচ্চা থেকে বুড়া,
ছুঁড়ি আর ছোড়া সবার বাড়ছে জল্পনা আর কল্পনা!
কলকাতা নাকি তিলোত্তমা!? ক্যালকাটা ক্লাব আর স্পেস সার্কেল,
সিসিএফসি, ক্যালকাটা বোট ইত্যাদি ক্লাব তার নমুনা!
জেলা থেকে শহর আজ পার্ক স্ট্রিটে একাকার!
নতুন বছর ২০১৯ কে স্বাগত জানাতে তিলোত্তমা তৈরি আবার!
মার ছক্কা আর টান ভদকা সাথে খাও মাংস কালিয়া পোলাও
জিন শেরী শ্যাম্পেন রাম ডুবে থেকে নাও আরাম
সাথে স্বপ্ন পরীদের নিয়ে টুক ক'রে ডুব দিয়ে আঁধারে পালাও!
২০১৯ তোমায় স্বাগত! বৃত্তি প্রবৃত্তির সুরশুড়িতে ভরা
অনেক মজা আর আনন্দ আগত! ২০১৯ তোমায় স্বাগত!

No comments:

Post a Comment